চট্টগ্রাম–১০ আসনের উপ–নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুুর পক্ষে প্রচারণা ও গণসংযোগ করেছেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের পুত্র তরুণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাইফুল আলম।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর ১১, ১২ ও ২৬নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন তিনি। এর পূর্বে ২৬ জুলাই তিনি নগরীর ২৪ ও ২৫নং ওয়ার্ডে গণসংযোগ করেন। গণসংযোগকালে বিভিন্ন পথসভায় তরুণ সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাইফুল আলম বলেন, দেশ ও জাতির স্বার্থে মহিউদ্দিন বাচ্চুকে নির্বাচিত করা এখন সময়ের দাবি। ৩০ জুলাই রবিবার সকাল থেকে সবাইকে ভোট কেন্দ্র উপস্থিত থেকে ভোট প্রয়োগের মাধ্যমে মহিউদ্দিন বাচ্চুকে নির্বাচিত করার অনুরোধ জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ হোসেন, মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোরশেদ আকতার চৌধুরী, কাউন্সিলর নুরুল আমিন, পাহাড়তলী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আসলাম হোসেন, ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, সাবেক কমিশনার সিরাজুল ইসলাম, ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লায়ন শওকত আলীসহ সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।