মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে যে কথা বলেন তা বাস্তবায়ন করেন। তাই আগামী ৩০ জুলাই শেখ হাসিনার মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। যুব মহিলা লীগের মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।
গত ১৪ জুলাই নাসিরাবাদস্থ তুলাতুলি মাদ্রাসা সংলগ্ন যুব মহিলা লীগের নেত্রী নাহিদা ইয়ামিন সোনিয়া আজাদের সভাপতিত্বে মহিলা সমাবেশে নৌকা মার্কার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, আমি আপনাদেরই লোক। আমার চাওয়া–পাওয়া আপনাদের দোয়া ভালোবাসা। নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হয়ে কাজ করব। মহিলা সমাবেশে বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগ নেতা মো. হোসেন, আহমেদুর রহমান ছিদ্দিক বাবু, আমিনুল হক, মশিউর রহমান দিদার, হেলাল আকবর চৌধুরী বাবর, আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, মহানগর স্বেছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, নুরুল আনোয়ার, হেলাল উদ্দীন, আবু নাসের চৌধুরী আজাদ, কাউন্সিলার মোরশেদ আলম, মহিলা কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, হাবিবুর রহমান তারেক, অহিদ চৌধুরী মুক্তি, মাহফুজুর রহমান বাবুল, শাহীনুর রহমান, কামাল উদ্দীন, আসাদ সর্দার, ইসরাত জাহান, কানিস আহমেদ প্রমুখ।
নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ :
মহিউদ্দিন বাচ্চুর নৌকা প্রতীকের সমর্থনে নাসিরাবাদ ওয়ার্ডের বিভিন্নস্থানে গণসংযোগ করেছেন আব্দুল্লাহ আল–মামুন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, শাহিনুল আলম শাহীন, আনিসুর রহমান মানিক, নাছির তালুকদার, আবদুল মান্নান, এস এম কায়েস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।