চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আস্থা, বিশ্বাস ও পারস্পরিক সমন্বয়ের জায়গাগুলো সুদৃঢ় করতে পারলেই এবং আমাদের প্রয়াত এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী কর্মীদের প্রতি যে ভালোবাসার জায়গাটুকু তৈরি করে দিয়েছিলেন তা পুনরুদ্ধার করতে হবে। আজ বিত্তবানদের হাতে ক্ষমতা ও রাজনীতি জিম্মি হয়ে গেছে। তিনি গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে চট্টলবীর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মহানগর শাখার সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, আমরা এক কঠিন পরিস্থিতি ও শর্তের মুখোমুখি হয়েও নিজেকে শুদ্ধ করতে পারছি না। মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে চট্টলবীর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা মহানগর শাখার সহ সভাপতি আনিসুর রহমান লিপনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মো. জামাল উদ্দিন, কাউন্সিলর নীলু নাগ, আঞ্জুমান আরা, শফিউল আজম বাহার, মো. শওকত হোসেন, ডা. এ কে এম ফয়েজুল হক ছিদ্দিকী, মো. হেলাল উদ্দিন, বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, মামুনুর রশিদ মামুন। প্রেস বিজ্ঞপ্তি।