মহিউদ্দিন চৌধুরী সময়ের সাহসী সন্তান

বিজয় মঞ্চে আলোচনা সভায় বক্তারা

| বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:৩৯ পূর্বাহ্ণ

চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরী আমাদের চেতনার বাতিঘর। পঁচাত্তরের ১৫ আগস্টের পর আমাদের তুলে ধরেছেন মহিউদ্দিন চৌধুরী। তিনি সময়ের সাহসী সন্তান।
সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমি স্বপ্ন দেখি এবং দেখাতে চাই, জ্ঞানে-বিজ্ঞানে প্রযুক্তিতে এবং চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ জেগে উঠেছে, জেগে উঠবে। স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা আজ শুধু চট্টগ্রাম স্টেডিয়াম নয় টেকনাফ থেকে তেতুলিয়া ছড়িয়ে পড়েছে। বীর মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী, আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন বাচ্চু, সৈয়দ মাহমুদুল হক, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, মহিউদ্দিন বাচ্চু, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, হেলাল আকবর চৌধুরী বাবর, অ্যাডভোকেট জিয়া উদ্দিন, আবুল হোসেন আবু, ইমরান আহমেদ ইমু, নুরুল আজিম রনি, জাকারিয়া দস্তগীর, ফৌজিয়া নিজাম তামান্না প্রমুখ। আজ সকাল ১০টায় এম এ আজিজ স্টেডিয়াম মোড়স্থ বিজয় শিখার পাদদেশ থেকে বিজয় র‌্যালি শুরু হবে। র‌্যালিতে স্বতস্ফুর্তভাবে অংশ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৩৫নং ওয়ার্ডে বাস্তুহারা খেত্রচরের চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধডিজাইনের কাজ শেষ হলে মার্চেই শুরু সেতুর কাজ