সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভায় মহানগর যুবলীগের নেতারা বলেন, প্রয়াত নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী সংগ্রামী চেতনার প্রতীক। তার ইমেজ ব্যবহার করে পদ-পদবী অর্জন করলেও প্রকৃত নেতা হওয়া যাবে না। প্রকৃত নেতা হতে হলে মহিউদ্দিন চৌধুরীর সংগ্রামী জীবন অনুসরণ করতে হবে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর যুবলীগ। এতে সভাপতিত্ব করেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা। সভায় যুবলীগ নেতারা বলেন, মহিউদ্দিন চৌধুরী জাতীয়তাবাদী, দেশপ্রেমিক নেতা ছিলেন। সাম্রাজ্যবাদী চাপ, ক্ষমতার হাতছানি, জুলুম-নির্যাতনের ভয়, অর্থবিত্তের প্রলোভন, কোনোকিছুই তার সংগ্রামী চেতনাকে দমিয়ে রাখতে পারেনি। বক্তাগণ আরো বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মহিউদ্দিন চৌধুরী মুক্তিযুদ্ধের চেতনায় অসামপ্রদায়িক সমাজ গড়ার সংগ্রামে অবিচল ছিলেন।
নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমনের পরিচালনায় আলোচনায় অংশ নেন যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ ও দিদারুল আলম দিদার, সদস্য আনোয়ার হোসেন আজাদ, মাহাবুব আলম আজাদ, নেছার আহমেদ, আব্দুল আউয়াল, ওয়াহিদ হাসান, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মোজাম্মেল হোসেন নান্টু, আব্দুল হাই, কাজলপ্রিয় বড়ুয়া, মাহবুবুর রহমান মাহফুজ, মুজিবুর রহমান মুজিব, শাকিল হারুন, হোসেন সরওয়ার্দী সরওয়ার, খায়রুল বাশার তসলিম, মাইনুল ইসলাম, শাহীন সরওয়ার। প্রেস বিজ্ঞপ্তি।












