বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান বলেছেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী আপাদমস্তক একজন রাজনীতিক। সবচেয়ে বড় কথা তিনি দল ও মতের উর্ধ্বে মানবিক গুণাবলীতে অনন্য এক ব্যক্তিত্ব। মতের ভিন্নতা থাকা সত্ত্বেও চট্টগ্রামের স্বার্থের প্রশ্নে তিনি সকলকে আপন করে নিতেন। আমরা যারা মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত হতে চাই তাদের কাছে এবিএম মহিউদ্দিন চৌধুরী অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। গতকাল শনিবার বিকেলে চকবাজার থানা আওয়ামী লীগের উদ্যোগে গুলজার টাওয়ার সম্মুখ চত্বরে চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি বলেন, আজ আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তির দাবিদার, তাদের মধ্যে নানা ধরণের ছোট বড় বিভেদ ও মত ভিন্নতা রয়েছে। এ কারণে আমাদের মধ্যে ঐক্যের ভিত্তি দুর্বল। কিন্তু যারা স্বাধীনতা বিরোধী শক্তি তারা ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে বিভেদ ও অনৈক্যের ফলে তারা বাড়তি ফায়দা লুটছে। আমাদেরকে তারা চিহ্নিত ও তালিকাভূক্ত করে রাখলেও আমরা কিন্তু ঐ স্বাধীনতা বিরোধী শক্তির দোসর ও চরদের সঠিকভাবে চিহ্নিত করতে পারিনি। এই ব্যার্থতার দায় আমাদেরকে বহন করতে হবে।
চকবাজার থানা আওয়ামী লীগ সভাপতি সাহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনসারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, উপ-প্রচার সম্পাদক কাউন্সিলর শহিদুল আলম। আরো বক্তব্য রাখেন আমিনুল হক রঞ্জু, হারুন অর রশীদ, মো. নাজিম উদ্দিন, কামরুল হাসান, কাউন্সিলর নুর মোস্তফা টিনু, রুমকি সেনগুপ্তা, হাজী সেলিম রহমান, আবুল হোসেন আবু, মো. মহিউদ্দিন, মো. নাছির, অভিক দাশগুপ্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।