মহিউদ্দিন চৌধুরীর সমাধিতে উত্তর জেলা কৃষক লীগের শ্রদ্ধাঞ্জলি

| শনিবার , ১৮ ডিসেম্বর, ২০২১ at ৮:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকীতে উত্তর জেলা কৃষক লীগের পক্ষ থেকে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ করা হয়। উত্তর জেলা কৃষক লীগ সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবদুল হান্নান রানা, মুহাম্মদ রেজাউল করিম চৌধুরী, ফজলুল ইসলাম ভূইয়া, দপ্তর সম্পাদক সেলিম সাজ্জাদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক নুরুল আবচার চৌধুরী, কার্যনির্বাহী পরিষদ সদস্য ইউনুস তালুকদার, মোহাম্মদ আলী, শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আজিজ, রিদোয়ান চৌধুরী, মোহাম্মদ জসিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধক্বণনের আবৃত্তি অনুষ্ঠান বিজয়ের পঙক্তিমালা
পরবর্তী নিবন্ধচাকসুর সাবেক জিএস জিলানীর স্মরণসভা আজ