ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিয়ে অন্য একটি কাভার্ডভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে মহাসড়কের ডাকঘর (বড়কমলদহ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনা ঘটতে পারে।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ ফারুক হোসাইন জানান, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়কমলদহ এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের পেছনে চলন্ত আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় ধাক্কা দেয়া কাভার্ডভ্যানের চালক আতিয়ার বিশ্বাস ( ৫০) ও হেলপার ফরিদুল ইসলাম (২৩)। আতিয়ারের বাড়ি মাগুরা জেলার শালিকা থানার সীমাখালী গ্রামে। ফরিদের বাড়ি নীলখামারী জেলার ডিমলা থানার দক্ষিণ ঘড়িবাড়ি গ্রামে। এছাড়া রায়হান উদ্দিন (১৭) নামে কমলদহ এলাকার এক যুবক আহত হন।