সীতাকুণ্ড উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের প্রগতি গেট এলাকায় গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় অভিযান চালিয়ে চুরির মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তিনটি বিলবোর্ড ও তিনটি লোহার পাইপসহ চুরির বেশকিছু মালামাল উদ্ধারের পাশাপাশি একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন কুমিল্লা জেলার চান্দিনা থানার আড়িপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র মো. রিপন প্রকাশ বাবু (২৮), একই জেলার নাঙ্গলকোট থানার মন্নারা এলাকার শামসুল হকের পুত্র মো. সোহেল (২৭) ও গাইবান্ধা সদর থানার উজল ধরণী বাড়ি এলাকার নবীর হোসেনের পুত্র মোহাম্মদ মাহবুব (৩৫)।
সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) এমরান হোসেন বলেন, রাতে টহল ডিউটিকালে মহাসড়কের প্রগতি গেট এলাকায় ঢাকামুখী সড়কের পাশে জেলা পুলিশের বিভিন্ন দিকনির্দেশনা লেখা বিলবোর্ডের নিচে আগুনের ফুলকি দেখতে পান তিনি। এ সময় তার পাশেই মহাসড়কের উপর একটি পিকআপও দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। শুরুতে তিনি বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও হঠাৎ হঠাৎ আগুনের ফুলকি উপরের দিকে উঠতে দেখে তার মনে সন্দেহের সৃষ্টি হয়। এ সময় তিনি বিষয়টি দেখতে সেখানে ছুটে গেলে চোরাই চক্রের সদস্যরা পিকআপ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি চুরি করা পুলিশের তিনটি বিলবোর্ড, তিনটি লোহার পাইপ, একটি অক্সিজেন
সিলিন্ডারসহ বেশকিছু মালামাল উদ্ধার করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত সিঙ্গেল কেবিন পিকআপটিও জব্দ করা হয়।
তিনি জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে গতকাল শনিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।