সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল উপজেলার বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাতৃভূমি অফিসের পাশ থেকে মো. কবির আহম্মদ (৩৭) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। আটক কবির উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকার জালাল আহম্মদের পুত্র। এ সময় তার দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরি শুটার গান ও ১টি কার্তুজ উদ্ধার করে পুলিশ।
সূত্র জানায়, গতকাল সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাতৃভূমি অফিসের পাশে একদল পেশাদার সন্ত্রাসী ঈদ–উল–আজহা উপলক্ষে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করার উদ্দেশ্যে একে অপরের মধ্যে আগ্নেয়াস্ত্র বিনিময় করবে। সংবাদ পেয়ে পুলিশ ছদ্মবেশে ঘটনাস্থলে অভিযান চালায়। অস্ত্রধারী সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এ সময় মো. কবির আহম্মদকে আটক করতে সক্ষম হয় পুলিশ। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ধৃত আসামির বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় ইতোপূর্বেও খুন, দস্যুতা, মাদকদ্রব্য ও অস্ত্র আইনে ১০টি মামলা রয়েছে। গতকাল বিকালে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।











