মহাসড়কে গাড়ির ধাক্কায় বানরের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় একটি বন্য বানরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া বনাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সোহাগ মিয়া জানান, চুনতি থেকে বাইকযোগে আজিজনগর যাবার পথে মহাসড়কের উপর রক্তাক্ত অবস্থায় একটি বানর পড়ে থাকতে দেখেন। দ্রুত গতির কোনো গাড়ির ধাক্কায় বানরটির মৃত্যু হয়েছে। পরে মৃত বানরটি মহাসড়ক থেকে সরিয়ে রাখা হয়। জাঙ্গালিয়া এলাকায় বনাঞ্চলের মাঝ দিয়ে গেছে মহাসড়ক। প্রায় সময় ওই স্থানে বন্যপ্রাণী মহাসড়ক পারাপার করে। নিরাপদ পথ না থাকায় বন্যপ্রাণী পারাপারের প্রায় সময় দুর্ঘটনা ঘটে। তাই জাঙ্গালিয়া এলাকায় সতর্কতার সাথে গাড়ি চলানোর জন্য চালকদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, মৃত বানরটি রেসাস বানর। পুরুষ লিঙ্গের বানরটির বয়স আনুমানিক আড়াই বছর এবং ওজন প্রায় সাড়ে ৬ কেজি। মহাসড়ক পারাপার হবার সময় গাড়ির ধাক্কায় মারা যাওয়া বানরটি ঘটনাস্থলের পাশে মাটিচাপা দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ নভেম্বর একই এলাকায় একটি বন্য বানর মহাসড়ক পার হয়ে অপরপাশের বনে ঢুকার সময় চট্টগ্রামমুখি দ্রুতগতির বাসের সাথে ধাক্কায় আহত হয়ে মহাসড়কে উপর পড়েছিল। স্থানীয়রা বানরটির মাথায় পানি দিয়ে হাত বুলিয়ে দিলে এক পর্যায়ে দৌঁড় দিয়ে বনে ঢুকে পড়ে।৩

পূর্ববর্তী নিবন্ধ১৮ বছর পর বাবার কবরের পাশে তারেক
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় আগাম বোরো রোপণ