মহাসড়কে অনিয়ম রোধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

| বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ৫:০৯ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। দেশের রফতানি বাণিজ্যের শতকরা ৮৩ ভাগ পণ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে পরিবহন করা হয়। সীতাকুণ্ড ও মীরসরাই অঞ্চলটি এই মহাসড়কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুর্ঘটনার কারণে এই সড়কে প্রায়সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই অঞ্চলের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচলে বিভিন্ন অনিয়ম দেখা যায়। মহাসড়কে চলছে নিষিদ্ধ তিন চাকার গাড়ি (সিএনজিচালিত অটোরিকসা, ভ্যান, ব্যাটারিচালিত রিকসা)।
এসব নিষিদ্ধ গাড়িগুলো উল্টোপথ দিয়েও চলাচল করে। পথচারীরা পদচারী সেতু ব্যবহার করেন না বললেই চলে। মহাসড়কের পাশে যত্রতত্র ট্রাক, কাভার্ড ভ্যান, লরি, বাস পার্কিং করা হয়। মোটরসাইকেল আর সাইকেল চালকেরা ইচ্ছেমতো রাস্তা পার হচ্ছেন। এছাড়া রাস্তার পাশে অবৈধ বাজার এবং বিভিন্ন স্থাপনার নির্মাণ সামগ্রী পড়ে থাকতেও দেখা যায়। এসবই বিভিন্ন দুর্ঘটনা এবং যানজট সৃষ্টির অন্যতম প্রধান কারণ। রাস্তার শৃঙ্খলা রক্ষার্থে এই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
অনুপ ধর
মীরসরাই, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধহুমায়ূন কাদির : সমাজ সচেতন কথাশিল্পী
পরবর্তী নিবন্ধসামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হতে হবে