লোহাগাড়া উপজেলার চুনতিতে কাটা হয়েছে বিভিন্ন প্রজাতির ছোট-বড় ২৪টি গাছ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া এলাকা থেকে এ গাছগুলো কাটা হয়েছে। গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, মহাসড়ক ঘেষা সড়ক ও জনপথ বিভাগের জায়গায় সেগুন, মেহগনি, একাশিয়া ও রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় গাছের মোথা। কেটে নেয়ার পর গাছের মোথা এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কর্তনকৃত গাছের মোথা লুকানোর জন্য ঝোঁপঝাড় দিয়ে ঢেকে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, মহাসড়কের পাশ থেকে বিভিন্ন প্রজাতির গাছগুলো কেটে নেয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। শত শত পাখি হারিয়েছে আশ্রয়স্থল। লাখ লাখ টাকা রাজস্ব হারিয়েছে সরকার। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, মহাসড়কের পাশ থেকে বিভিন্ন প্রজাতির গাছ কাটার ব্যাপারে অবগত আছেন। গাছগুলো সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে কর্তন করায় তাদের করার কিছু ছিল না। তিনি সম্প্রতি রেঞ্জ কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। তবে গাছ কাটার ব্যাপারে তার কাছ থেকে কোন অনুমতি নেয়া হয়নি। এর আগের রেঞ্জ কর্মকর্তার কাছ থেকে অনুমতি নেয়া হয়েছে কিনা তা তার জানা নেই।
দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, তাদের জায়গা থেকে গাছ কাটার ব্যাপারে কিছুই জানেন না। তবে এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।