মহাসড়কের পাশে হাঁটার সময় গাড়ি চাপা, কিশোর নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে গাড়ি চাপায় মো. রুবেল হোসেন (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া এলাকায় এঘটনা ঘটে। নিহত রুবেল সীতাকুণ্ড কদমরসুল ইসমাইল সওদাগরের বাড়ীতে মাবাবা নিয়ে ভাড়া বাসায় থাকেন। তার স্থায়ী বাড়ি নোয়াখালী এলাকার। পিতার নাম মো. ফারুক। সে বারআউলিয়া একটি দোকানে চাকরি করতো।

 

জানা যায়, শুক্রবার সকালে উপজেলার সোনাইছড়ি বারআউলিয়া এলাকায় ঢাকাচট্টগ্রাম মহাসড়কের পাশে হেঁটে যাচ্ছিল রুবেল। এ সময় ঢাকামুখী একটি অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে মো. রুবেল হোসেন নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। বারআউলিয়া হাইওয়ে থানর

এসআই শহিদ হোসেন বলেন, বারআউলিয়া এলাকায় ঢাকাচট্টগ্রাম মহাসড়ক পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকামুখী একটি অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে মো. রুবেল হোসেন নিহত হয়। আমরা লাশটি উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে ২১ বার্মিজ গরু জব্দ
পরবর্তী নিবন্ধআচরণে অতিষ্ঠ হয়ে বৈদ্যুতিক শক দিয়ে স্বামীকে হত্যা