সীতাকুণ্ডে সড়কের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
গতকাল শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির নাম বাবুল শর্মা (৬২)। তিনি চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার বাসিন্দা। লাশটি উদ্ধারের পর কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পূর্ব পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, সেটা এখনো নিশ্চিত নয়। বাবুল শর্মার পরিবারের সদস্যরা খবর পেয়ে এসেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের ছেলে দানিয়েল শর্মা বলেন, আমার বাবা গত বৃহস্পতিবার রাতে বারাইয়াহাটে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। রাতে খবর নিয়ে জানতে পারি সেখানে যাননি, সকালে লাশ পড়ে থাকার খবর পাই।