মহাসড়কের উপর ভেঙে পড়লো বিশাল বটগাছ

চন্দনাইশ এলাকায় রাতে যাত্রীদের ব্যাপক ভোগান্তি

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

সময় তখন রাত দেড়টা। মড়মড় শব্দে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর ভেঙে পড়লো বিশাল একটি বটগাছ। সাথে সাথে বন্ধ হয়ে যায় উভয় পার্শ্বের যানবাহন চলাচল। ঘটনাটি ঘটে গত ১১ সেপ্টেম্বর রাতে চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকায়। এতে গভীর রাতে চলাচল করা সকল প্রকার যানবাহন আটকে পড়ে মহাসড়কের উভয় পাশে। খবর পেয়ে থানা পুলিশ, দোহাজারী হাইওয়ে পুলিশ ও চন্দনাইশ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বটগাছটি কেটে সরিয়ে নিলে প্রায় সাড়ে ৩ ঘন্টা পর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন শনিবার রাত দেড়টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের বাগিচাহাটস্থ মলহনি মা’র টেক নামক স্থানের পাশে থাকা বিশাল বটগাছটি ভেঙে মহাসড়কের উপর পড়ে । এসময় মহাসড়কে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে উভয়পাশে শত শত যানবাহন আটকে পড়ে। এতে দূরপাল্লার যাত্রী বিশেষ করে নারী ও শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেকেই ঘুমিয়ে পড়ে গাড়িতেই। জ্যামের প্রভাব ছিলসকাল পর্যন্ত।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রব জানান, হাইওয়ে পুলিশ, চন্দনাইশ থানা পুলিশ ও চন্দনাইশ দমকল বাহিনীর সদস্যরা যৌথভাবে প্রায় ৩ঘন্টা চেষ্টার পর গাছটি কেটে সরিয়ে নিতে সক্ষম হন। এতে ভোর সাড়ে ৪টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ঘটনার সময় ভাগ্যক্রমে গাছের নিচে কোনো গাড়ি পড়েনি, নইলে প্রাণহানিসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা ছিল বলেও জানান তিনি। রাতের বেলা ঘটনা হওয়ায় স্বাভাবিকভাবেই মহাসড়কে যানবাহন আটকে পড়ে ভ্রমণকারীদের দুর্ভোগ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজরুরি চিকিৎসা দিতে অস্বীকৃতি জানাতে পারবে না হাসপাতাল
পরবর্তী নিবন্ধভেতরে স্বাস্থ্যবিধি, গেটে অভিভাবকের ভিড়