মহাসড়কই যেন বাসস্ট্যান্ড সার্ভিসিং সেন্টার

মীরসরাইয়ের বারইয়ারহাট

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ৫:৫০ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কে মীরসরাইয়ের বারইয়াহাট বাজারটি নানা কারণে দিনে দিনে বৃহৎ রূপ ধারণ করছে। কিন্তু সময়ের সাথে ব্যস্ততম এই পৌর শহরটি সর্বসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ এলাকায় রূপান্তরিত হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ এ পৌর এলাকা কয়েকটি রুটের কানেকটিং পয়েন্টও। এরই মাঝে এখানে মহাসড়কের উপরেই বাসস্ট্যান্ড আবার সার্ভিসিং সেন্টারও গড়ে ওঠেছে। ফলে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা।

সচেতনমহল বলছেন, একদিকে মহাসড়কের উপরই ছোট বড় গাড়িগুলোর পার্কিং বাড়ছে; পাশাপাশি বারইয়ারহাট থেকে চট্টগ্রামমুখি চয়েস, উত্তরা এবং ফেনীগামী আনন্দ সুপার পরিবহনের শতাধিক বাস টার্মিনাল থাকা সত্ত্বেও মহাসড়কেই অবস্থান করছে দিবারাত্রী। শুধু মহাসড়কে অবস্থান নয় ঢাকাচট্টগ্রাম মহাসড়কের বারইয়াহাহাট বাজার অংশে মূল ফোরলেনের বাহিরে দু’পাশে আরো দু’টি লেন রয়েছে। শান্তিরহাট সড়কের মুখ থেকে বারইয়ারহাট বাজারের উত্তরাংশের মহাসড়কের মূল লেনের উপর কমপোর্ট হাসপাতালের সম্মুখভাগ পেরিয়ে খান সিটি সেন্টার পর্যন্ত প্রায় পুরো কোয়ার্টার কিলোমিটার সড়কের সম্পূর্ণ অংশই যেন বিভিন্ন বাসের পার্কিং স্ট্যান্ড। মহাসড়কের মূল দুই লেনের পাশে অনেক গাড়ির সার্ভিসিংও করতে দেখা যায়। বাসের কর্মীরা গাড়ি ধোয়া মোছার কাজও সারছেন। অথচ প্রতি সেকেন্ডেই এই মহাসড়কের লেন দুটিতে দ্রুতগামী বাসট্রাক চলছে। গত কয়েক বছরে বারইয়ারহাট বাজারের শান্তিরহাট রোড আর ট্রাফিক মোড়ে পুলিশ সদস্য, কলেজ ছাত্রসহ মৃত্যুবরণ করেছে অন্তঃত ১০জন। দুর্ঘটনা ঘটলে এলাকাবাসী সড়কে নেমে অবরোধ করে তৎপরতা দেখায়। কিন্তু ক’দিন গেলে আবার পূর্বাবস্থায় ফিরে আসে সব।

বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী জাহেদুল ইসলাম বলেন, আমাদের চোখের সামনে অনেককে এই ট্রাফিক মোড়ে পঙ্গু হতে দেখেছি। তিনি উত্তরা আর চয়েস বাসগুলো নির্ধারিত স্ট্যান্ডেই রাখার দাবি জানান। তিনি বলেন, মহাসড়ক দখল করায় পারাপারের সময় মানুষ দূরের গাড়ি দেখতে পায় না অনেক সময়। ফলে মুহূর্তের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে যায়।

এই বিষয়ে বারইয়াহাট বাজারের ট্রাফিক বিভাগের ইনচার্জ ট্রাফিক পরিদর্শক বশিরুল ইসলাম বলেন, মহাসড়কে সর্বাত্মক শৃংখলা রক্ষায় আমরা চেষ্টা করে যাচ্ছি। বাস স্ট্যান্ডগুলোতে ধারণ ক্ষমতা সম্ভবত নেই। তবুও গাড়ি নিরাপদে রাখার বিষয়ে ট্রাফিক বিভাগ থেকে পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমহামারী থেকে মুক্তির প্রার্থনায় উড়লো ফানুস
পরবর্তী নিবন্ধপ্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের সংযোগে আদর্শ স্থান হতে পারে বাংলাদেশ : প্রধানমন্ত্রী