মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে

প্রচার উপকমিটির সভা

| মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১১:৪৫ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রচার উপকমিটির সভা, কমিটির আহ্বায়ক এস এম সাইফুল আলমের সভাপতিত্বে গতকাল নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, আগামী ২৫ জানুয়ারির মহাসমাবেশকে সফল করতে হলে প্রচার উপকমিটির নেতৃবৃন্দকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই এই মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করা সম্ভব হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সক্রিয় উপস্থিতি ও ঐক্যবদ্ধ অংশগ্রহণই হবে কর্মসূচি সফল করার মূল শক্তি। সমাবেশে উপস্থিত ছিলেন প্রচার উপকমিটির যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য সদস্যরা, যার মধ্যে রয়েছেন ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম (রাসেল), ইকবাল চৌধুরী, খোরশেদ আলম, মো: সালাউদ্দিন, মশিউর আলম স্বপন, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, হামিদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। খবর প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ আসাদ দিবস আজ
পরবর্তী নিবন্ধবাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে