মহাসড়ক পিচ্ছিল, উল্টে গেল মালবোঝাই ট্রাক

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি, ২০২৪ at ৭:১৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে মালবোঝাই একটি ট্রাক। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের সদর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে কক্সবাজারমুখী সার বোঝাই একটি পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি সড়কের উপরই আছে। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের প্রচেষ্টা চলছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দুদিন ব্যাপী ১১তম সেপ ভারতীয় শিক্ষা মেলা শুরু আজ