ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড-মীরসরাই উপজেলায় বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গতকাল সোমবার রাত থেকে উক্ত বিজিবি ও পুলিশ সদস্যরা মহাসড়কে টহল শুরু করেছে।
জানা গেছে, বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে গণ পরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নিরাপদ রাখতে গতরাত থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে বিজিবি চট্টগ্রামের অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, মহাসড়কের সীতাকুণ্ড ও মীরসরাই অংশে হরতাল অবরোধকারীদের নাশকতা ঠেকাতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঐ টিম রাতে মহাসড়কে দায়িত্ব পালন করছেন। টহল অব্যহত থাকবে তাদের।
এদিকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম জানান, মহাসড়কে নাশকতা ঠেকাতে রাতে বিজিবি ও পুলিশ যৌথভাবে টহল শুরু করে দিয়েছে।এসময় তিনি নিজেও, এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলাউদ্দিনসহ উপস্থিত ছিলেন । যেকোন পরিস্থিতি মোকাবিলায় এ টিম বিশেষ করে সক্রিয় থাকবে বলে জানান তিনি।