মহাসড়কে থাকা বাজার-স্থাপনা অপসারণে হাইকোর্টের রুল

| বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৮:৫১ পূর্বাহ্ণ

নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সারা দেশের মহাসড়কে থাকা স্থাপনা, হাটবাজার ভটভটি, নসিমনকরিমন জাতীয় যানবাহন অপসারণে কর্তৃপক্ষের নিষিক্রয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। খবর বাংলানিউজের।

চার সপ্তাহের মধ্যে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ চেয়ারম্যান, হাইওয়ে পুলিশের প্রধানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত রোববার (১৪ জানুয়ারি) নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সারা দেশের মহাসড়কসড়কে থাকা অবৈধ স্থাপনা, হাটবাজার ভটভটি, নসিমনকরিমন জাতীয় যানবাহন অপসারণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম বদরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধশীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান
পরবর্তী নিবন্ধপাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুষম বণ্টন নিশ্চিত করব