মহাসড়কে ঈদে সাত দিন চলবে না ট্রাক লরি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৫:৪২ পূর্বাহ্ণ

ঈদযাত্রা নির্বিঘ্নে করতে ঈদের আগেপরে সাতদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে এ সময় জরুরি নিত্যপণ্যবাহী গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে।

গত শনিবার রাতে মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে সহকারী সচিব মো. জসিম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঈদ উপলক্ষে আগামী ২৫২৮ মার্চ পর্যন্ত এবং ঈদের পরে ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার, স্ত্রী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টা কাল স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন