ঈদযাত্রা নির্বিঘ্নে করতে ঈদের আগে–পরে সাতদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে এ সময় জরুরি নিত্যপণ্যবাহী গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে।
গত শনিবার রাতে মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে সহকারী সচিব মো. জসিম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঈদ উপলক্ষে আগামী ২৫–২৮ মার্চ পর্যন্ত এবং ঈদের পরে ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য–দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।