চন্দনাইশের দোহাজারী পৌরসদরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে গড়ে ওঠা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও নানা অনিয়মের কারণে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল দোহাজারী পৌর সদরে অভিযান শুরু করে। এ সময় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে দোহাজারী পৌর সদরের মেজবান বাড়ি রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেন।
এ সময় নোংরা পরিবেশে খাদ্য তৈরিসহ নানা অনিয়মের কারণে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আরো নানা অনিয়মে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানে আরো ১৮ হাজার টাকাসহ মোট ১ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেক আসমার জয়ের নেতৃত্বে একদল সেনা সদস্য, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, দোহাজারী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী এবং দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ অভিযানে সহায়তা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।