শুভ মহালয়ার মাধ্যমে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মর্ত্যে আসার আহ্বান জানানোর মাধ্যমে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। গতকাল শনিবার ভোরে দেবীপক্ষের শুভ সূচনা মহালয়ায় মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন, ঢাক–কাঁসা ও শঙ্খ বাজিয়ে দেবীকে আহ্বান জানান ভক্তরা। প্রথমে চণ্ডীপাঠ করে দেবীকে আহ্বান জানানো হয়। এ সময় মঙ্গলঘট স্থাপন করে তাতে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে করা হয় পূজা। দেবীপক্ষের শুরু হয় যে অমাবস্যায় সেদিন হয় মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মহালয়ার প্রাক সন্ধ্যায় ‘কাত্যায়নী মুনির কন্যা’ রূপে মহিষাসুর বধের জন্য দেবী দুর্গার আবির্ভাব ঘটে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ–চট্টগ্রাম জেলা তথা চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে করলডেঙ্গা পাহাড়ের মেধস আশ্রমে সকাল ৮টা থেকে চন্ডীপাঠ ও পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও শান্তিমন্ত্রের মাধ্যমে দেবীপক্ষের শুভ সূচনা মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। একই সাথে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জেএমসেন হলে দেবী পক্ষের শুভ মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। গোলপাহাড় মহাশ্মশান মন্দিরে শ্রীশ্রী চন্ডী পাঠসহ নানান মাঙ্গলিক অনুষ্ঠানসূচির মাধ্যমে মহালয়ায় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
সাধারণত আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আশ্বিন মাসের এই শুক্ল পক্ষকে বলা হয় দেবীপক্ষ। পঞ্জিকা অনুযায়ী এবার ২০ অক্টোবর মহাষষ্ঠী তিথিতে হবে বোধন, দেবীর ঘুম ভাঙানোর বন্দনা পূজা। পরদিন শনিবার সপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গোৎসবের মূল আচার। অষ্টমী ও নবমী শেষে ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের।
চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দেবী পক্ষের শুভ সূচনা মহালয়া উপলক্ষে আয়োজিত গতকাল বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা পাহাড়ের মেধস আশ্রমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ। পূজা উদযাপন পরিষদ–চট্টগ্রাম জেলার সহ–সভাপতি বিপুল কান্তি দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম–সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, বুলবুল মহারাজ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, জাতীয় পরিষদ সদস্য অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন, চেয়ারম্যান আবদুল মান্নান, চেয়ারম্যান কাজল কান্তি দে, প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষান, সহ–সভাপতি কাউন্সিলর সুনীল ঘোষ, যুগ্ম–সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, যুগ্ম–সাধারণ সম্পাদক কল্লোল সেন প্রমুখ।
মেধস আশ্রমে সকাল ৮টা থেকে চন্ডী পাঠ ও পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও শান্তিমন্ত্রে মাধ্যমে দেবীপক্ষের শুভ উদ্বোধন ও মহালয়াভিত্তিক আলোচনা সভা শেষে প্রসাদ বিতরণ করা হয়।
মহানগর পূজা উদযাপন পরিষদ : চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দেবী পক্ষের শুভ মহালয়া অনুষ্ঠান জেএম সেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলের সঞ্চালনায় পতাকা উত্তোলন এবং মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল– সকালে পূজা, বিকেলে চণ্ডীপাঠ, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, রাতে বিশেষ গীতিনাট্য ‘ধরিত্রীর উমা’, বিশেষ সংগীতানুষ্ঠান ‘ওগো আমার আগমনী’। বক্তব্য দেন সাবেক সভাপতি বিমল কান্তি দে, অ্যাডভোকেট চন্দন কুমার তালুকাদার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, রত্নাকর দাশ টুনু ও শ্রীপ্রকাশ দাশ অসিত, সহ–সভাপতি বিপ্লব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মল্লিক, সজল দত্ত, অ্যাডভোকেট নটু চৌধুরী প্রমুখ।
গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদ : গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে দেবীপক্ষের শুভ সূচনা ‘শুভ মহালয়া’ নানান মাঙ্গলিক অনুষ্ঠান সূচির মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। শুভ মহালয়া উপলক্ষে দেবী দুর্গার বন্দনা, মাতৃ পূজা, চন্ডীপাঠ পাঠ করা। শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মহালয়া অনুষ্ঠান উদযাপিত হয়। সকাল ৮টায় গীতা পাঠের মাধ্যমে মহালয়ার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে শ্যামা সংগীত, চন্ডীপাঠ এবং সমবেত প্রার্থনা করা হয়। দুপুর ৩টায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খ্যাতিমান সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি দৌদুল কুমার দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস বিশু, সাবেক সভাপতি হরিপদ দে, সাবেক সাধারণ সম্পাদক দুলাল চৌধুরী, কাজল কান্তি দেব, সহ–সভাপতি মনিলাল দে, বিপ্লব মিত্র, নিখেল দে প্রমুখ।