খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার সকাল ৯টায় মহালছড়ি উপজেলা হলরুমে প্রায় ৩শ পরিবারের মাঝে ত্রাণ সামাগ্রী বিতরণ করা হয়। এ সময় ১০ কেজি চাল, চিনি, আলু, লবণ, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে খুশি উপজেলার ৪ ইউনিয়নের ৩শ কর্মহীন দুস্থ পরিবার।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল। এতে প্রধান অতিথি ছিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা কল্যাণমিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, মংক্যাচিং চৌধুরী, পার্থ ত্রিপুরা জুয়েল, আশুতোষ চাকমা, শতরুপা চাকমা, শুভমঙ্গল চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা প্রমুখ।