মহামুনি মহাবিহারে কঠিন চীবর দানোৎসব গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক বনশ্রী মহাথেরো। প্রধান অতিথি ছিলেন রতনশ্রী মহাথের। কর্মসূচির উদ্ধোধন করেন সাবেক লায়ন্স গভর্নর রূপম কিশোর বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বুধিমিত্র মহাথের, ড. প্রিয়দর্শি মহাথের, সুমনবংশ মহাথের। মঙ্গলাচরণ করেন আনন্দজোতি ভিক্ষু। স্বাগত বক্তব্য রাখেন মহামুনি মহাবিহারের উপদেষ্টা পরিষদের সদস্য অনুপম বড়ুয়া বাবুল। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন মহাসচিব বুধিমিত্র বড়ুয়া শেলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকৌশলী মনোপ্রিয় বড়ুয়া। ধর্মদেশনা করেন সুমংগল থের, তনহংকর থের এবং উকাট্টাপঞঞা থের। পঞ্চশীল প্রার্থনা করেন সজল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংকু বড়ুয়া ও কেতন মুৎসুদ্দী। অনুষ্ঠানের উদ্বোধক লায়ন রূপম কিশোর বড়ুয়া বুদ্ধের আদর্শ ও নীতি অনুসরন করে মানব সেবায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি এলাকায় একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দেন। দিনব্যাপী অনুষ্ঠানে, সকাল বেলায় মহা সংঘদান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পূজনীয় ভিক্ষু সংঘ ধর্ম দেশনায় অংশ নেন। শেষে বর্নিল আতশবাজি ও ফানুষ উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। এই পুণ্যানুষ্ঠানে বিপুল সংখ্যক পুণ্যার্থী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।










