রাউজানের পাহাড়তলী মুহামুনিতে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প ,ওষুধ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রাক্তন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া বলেছেন, মুহামুনি গ্রামে চার হাজার বর্গফুট আয়তনের চারতলা বিশিষ্ট একটি মা ও শিশু হাসপাতাল করা হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে এটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্ট ও লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর আয়োজনে মহামুনি এলাকায় চিকিৎসা ক্যাম্প শেষে বৃত্তি প্রদান অনুষ্ঠানের সভায় সভাপতির বক্তব্যে তিনি এই ঘোষনা দেন।
মহামুনি মন্দির প্রাঙ্গনে ফনী তটি মঞ্চে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। প্রধান অতিথি ছিলেন জেলা গভর্ণর লায়ন আল সাদাত দোভাষ। উদ্বোধকের বক্তব্যে চেম্বার সভাপতি বলেন, মাস্টার দা সূর্য সেনের জন্মধন্য এই রাউজান। আমাদের এই উপজেলা উপমহাদেশের অনেক খ্যাতিমান মানুষের কাছে তীর্থ ভুমি। তিনি বলেন এই উপজেলার জন্মগ্রহণকারী কৃতী সন্তানদের অনেকেই গ্রামের স্কুলে পড়ে দেশ ও সমাজকে আলোকিত করে রেখেছেন।
প্রধান অতিথি বলেন লায়ন্স ক্লাবের সাথে সম্পৃক্ত সকলেই আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখতে সংকল্পবদ্ধ। মানুষকে সেবা দিতে পারলেই তারা তৃপ্ত হয়। মানবিকতার এই তাগিদ থেকে তারা ছুটে বেড়ান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তিনি বলেন লায়ন রূপম কিশোর বড়ুয়া তার প্রয়াত পুত্র অনিরুদ্ধ বড়ুয়া অনি’র নামে গঠিত মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে বিগত দুই দশক ধরে মানবিকতা ও মানব সেবাই কাজ করে আসছেন।
অধ্যাপক সরোজ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন সুকান্ত ভট্টাচার্য, লায়ন শেখ সামুদ্দীন আহম্মেদ ছিদ্দিকী, লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন। লায়ন সদস্যদের শপথ বাক্য পাঠ করার লায়ন আবদুর রহীম। উপস্থিত ছিলেন ট্রাস্ট ভাইস চেয়ারম্যান লায়ন সুপ্রভা বড়ুয়া, লায়ন আবু বক্কর ছিদ্দিকী, লায়ন শুভনাজ জিনিয়া । মধ্যে বক্তব্য রাখেন দেবব্রত বড়ুয়া,মলয় মুৎসুদ্দী, অনুপম মুৎসুদ্দী, অঞ্জন বড়ুয়া।