মহামারী মোকাবেলার কাজে ব্যর্থতার কারণে ‘ভয়াবহ সংকট’ সৃষ্টি হওয়ায় এবং তা উত্তর কোরিয়া ও এর জনগণের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ায় ক্ষমতাসীন দলের ঊর্ধ্বতন নেতাদের কঠোর ভাষায় তিরস্কার করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। বুধবার এক প্রতিবেদনে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএন এ কথা জানিয়েছে। খবর বিডিনিউজের।
তবে ‘কী ঘটেছে’ এবং ‘ভয়াবহ’ ওই সংকট কীভাবে দেশটির জনগণকে ঝুঁকিতে ফেলেছে প্রতিবেদনে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উত্তর কোরিয়া এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের দেশে কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেনি। ওয়ার্কার্স পার্টিশাসিত দেশটিতে এতদিনেও করোনাভাইরাস ছোবল হানেনি, এমন দাবি মানতে নারাজ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।