মহামারী জয়ের উপায় বলল ডব্লিউএইচও

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৫:০০ পূর্বাহ্ণ

বিশ্বের দেশগুলো যদি সঠিক উপায়কে কাজে লাগায় তাহলেই দ্রুত কোভিড-১৯ মহামারী জয় করা যেতে পারে বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। গতকাল সোমবার ‘ফিন্যান্সিয়াল টাইমস’ এর এক অনলাইন আফ্রিকা সম্মেলনে ডব্লিউএইচও’র প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, আমরা যদি আমাদের হাতে থাকা হাতিয়ারের সঠিক ব্যবহার করি তবে দ্রুতই একে (কোভিড-১৯) নির্মূল করতে পারব। আর যদি তা না করি তবে এই ভাইরাস দীর্ঘদিন আমাদের সঙ্গে থেকে যাবে। এটি আমাদের সঙ্গে অনেক অনেক দিন থেকে যেতে পারে।
কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে নিশ্চিত কার্যকর কোনো ওষুধ বা চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি। নেই টিকাও। ফলে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় ভাইরাস সংক্রমিত হওয়া থেকে নিজেদের রক্ষা করা। এজন্য প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা এবং স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে।
বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস মোকাবেলায় কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্বই সবচেয়ে ভাল হাতিয়ার। এছাড়াও, করোনাভাইরাস মোকবেলায় আছে ট্র্যাকিং অ্যাপের মতো বেশ কিছু উচ্চ-প্রযুক্তিগত এবং ডিজিটাল হাতিয়ারও। তবে এখন পর্যন্ত মারাত্মক সংক্রামক এ রোগটিকে নির্মূলে একটি ‘টিকা’ হাতে পাওয়াকেই সবচেয়ে কার্যকর উপায় বলে ভাবা হচ্ছে।
অনেক দেশ এবং কোম্পানি কোভিড-১৯ এর টিকা আবিষ্কারে কাজ করছে। বেশ কয়েকটি টিকার চূড়ান্ত পরীক্ষাও চলছে। এ বছরের শেষে বা আগামী বছরের শুরু নাগাদ করোনাভাইরাসের টিকা হাতে পাওয়ার আশাবাদও ব্যক্ত করেছেন ডব্লিউএইচও প্রধান।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত মুম্বাই
পরবর্তী নিবন্ধচাচাতো ভাই-বোনের প্রেম ‘সম্মান বাঁচাতে’ পরিবারের সিদ্ধান্তে খুন