কোভিড-১৯ মহামারীতে অর্থনৈতিক বিপর্যয় সত্ত্বেও গত বছর বিশ্বজুড়ে ৫০ লাখেরও বেশি মানুষ মিলিয়নেয়ারের তালিকায় নাম তুলেছে। মহামারীতে অনেক দরিদ্র যখন আরও দরিদ্র হচ্ছে, তখন বিশ্বজুড়ে মিলিয়নেয়ারের সংখ্যা ৫২ লাখ বেড়ে মোট পাঁচ কোটি ৬১ লাখে দাঁড়িয়েছে বলে ক্রেডিট সুইচের এক অনুসন্ধানে উঠে এসেছে। তাদের হিসাব অনুযায়ী ২০২০ সালে প্রথমবারের মতো বিশ্বজুড়ে প্রাপ্তবয়স্কদের এক শতাংশের বেশি মিলিয়নেয়ার হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। শেয়ার বাজারের ঘুরে দাঁড়ানো এবং বাড়ির দাম বৃদ্ধি তাদের সম্পদ বাড়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে। মহামারীতে অর্থনীতির বেহাল দশার সঙ্গে সম্পদ সৃষ্টির সম্পর্ক ‘পুরোপুরি বিচ্ছিন্ন’ মনে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকরা। খবর বিডিনিউজের।
অর্থনীতিবিদ ও গ্লোবাল ওয়েলথ রিপোর্টের লেখক অ্যান্থনি সরোকস জানান, মহামারী বিশ্ব বাজারে স্বল্পমেয়াদে তীব্র প্রভাব ফেললেও ২০২০ সালের জুনের শেষ থেকে এ চিত্র মোটাদাগে উল্টে যেতে থাকে। এমন টালমাটাল পরিস্থিতির মুখেও বৈশ্বিক সম্পদ কেবল স্থিতিশীলই ছিল না, বরং বছরের দ্বিতীয় ভাগে তা হু হু করে বাড়তে থাকে। তবে এ সত্ত্বেও ২০২০ সালে প্রাপ্তবয়স্কদের মধ্যে সম্পদের ব্যবধান আরও বিস্তৃত হয়েছে। সরোকস বলেছেন, বাড়ির দাম বৃদ্ধির মতো সম্পদের মূল্য বেড়ে যাওয়ার প্রসঙ্গ যদি মূল্যায়ন থেকে বাদ দিতে হয় তাহলে বৈশ্বিক পারিবারিক সম্পদ সম্ভবত অনেকখানি কমে যাবে।