মহামারী বহু মানুষকে দরিদ্র বানালেও বিশ্বের ধনকুবেরদের সম্পদ আরও বাড়িয়ে দিয়েছে বলে উঠে এসেছে দাতব্য সংস্থা অক্সফামের এক প্রতিবেদনে। ওই প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি সোমবার জানিয়েছে, মহামারী শুরুর পর ২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত বিশ্বের শীর্ষ ১০ জন ধনীর সম্মিলিত সম্পদ দ্বিগুণেরও বেশি বেড়েছে। অন্যদিকে বিশ্বজুড়ে নিম্ন আয়ের জনগোষ্ঠীতে প্রতিদিন মারা যাচ্ছে ২১ হাজার মানুষ। খবর বিডিনিউজের।
সাধারণত দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা শুরুর আগে অক্সফাম বৈশ্বিক বৈষম্যের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করে থাকে। অক্সফাম জিবির প্রধান নির্বাহী ড্যানি শ্রীসকান্দারাজাহ বলেন, অর্থনীতি, ব্যবসা ও রাজনৈতিক খাতের প্রভাবশালীদের মনোযোগ আকর্ষণের জন্যই প্রতিবছর দাভোস সম্মেলনের আগে তাদের এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এ বছর, যেটা ঘটছে তা হিসাবের বাইরে। এই মাহামারী চলার সময় প্রায় প্রতিদিন একজন করে নতুন শতকোটিপতি তৈরি হয়েছে, অন্যদিকে লকডাউন, আন্তর্জাতিক বাণিজ্য হ্রাস, বৈশ্বিক পর্যটন সংকোচনের কারণে বিশ্বের ৯৯ শতাংশ মানুষ লোকসানে পড়েছে এবং এর ফলে, ১৬ কোটি মানুষ দারিদ্র্যসীমায় নেমে গেছে। অক্সফামের প্রধান নির্বাহী বললেন, আমাদের অর্থনৈতিক ব্যবস্থার কোথাও খুব গভীরে ত্রুটি রয়ে গেছে।