মীরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মহামায়া লেক। প্রতিদিন হাজার হাজার পর্যটক ঘুরতে আসে মহামায়া ইকো পার্কে। প্রতিনিয়ত পর্যটকদের নানাভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে ইজারাদার কর্তৃপক্ষের সাথে।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এরাদুল হক ভুট্টোর ইজারাকৃত এই পার্কে বর্তমানে দেখভালের দায়িত্বে আছে শরীফ। ৫ আগষ্ট পটপরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ নেতা পলাতক রয়েছেন। তার অবর্তমানে শরীফ নামে এই ব্যক্তি মহামায়ার দায়িত্বে রয়েছেন।
ইজারা শর্তে স্পষ্ট উল্লেখ থাকা সত্ত্বেও পর্যটকদের থেকে বাড়তি টাকা আদায় করছে ইজারাদার কর্তৃপক্ষ। এই নিয়ে প্রতিবাদ করলে পর্যটকদের উপর চড়াও হয় ইজারা কর্তৃপক্ষ।
শনিবার (১ মার্চ) বিকেলে এফআইকে প্রোপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জিয়া উদ্দিন এর পরিবার ঘুরতে যান মহামায়া ইকো পার্কে। সিএনজি যোগে যাওয়ার পর গেইটে দাঁড়ালে পার্কিং চার্জ চায় ১০০ টাকা।
কিন্তু তাদের পার্কিং রশিদে লেখা আছে ৫০ টাকা যদিও সিএনজি পার্কিং করা হয়নি। শুধুমাত্র গেইট পর্যন্ত যাওয়ায় পার্কিং ফি দাবি করে তারা। ৫০ টাকার রশিদ দিয়ে ১০০ টাকা চাওয়ায় পর্যটকদের সাথে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে ইজারাদার কর্তৃপক্ষের ১০-১৫ জন এসে পর্যটকদের মারধর করে রক্তাক্ত করে। এসময় এসএসসি পরীক্ষার্থী তানভীর হোসেন (১৮) ও কলেজ শিক্ষার্থী আনোয়ার হোসেন (২২) কে রড দিয়ে পিটিয়ে আহত করে তারা।
ইজারাদার কর্তৃপক্ষের শরীফ জানান, ইকো পার্কে এমন ছোটখাটো সমস্যা হবে। তবে আমি যতটুকু জানি এগুলো বহিরাগতদের সাথে হয়েছে। এসকল সমস্যার সমাধান আমরা বসে সমাধান করতে পারব।
বনবিভাগের মীরসরাই রেঞ্জ কর্মকর্তা আল আমিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি তবে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মহামায়া ইকো পার্কে পর্যটকদের মারধরের অভিযোগ পেয়েছি। শীঘ্রই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।