মহাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দানোৎসব

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ নভেম্বর, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস ভগবানপুর মহাবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দানোৎসব গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। মহাপরিনির্বাণ বুড্ডিস্ট সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদুয়া সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরমানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন সুখবিলাস ফিসারিজ এন্ড প্ল্যান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ। উদ্বোধক ছিলেন মহাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বিদর্শনাচার্য মহাবংশ ভিক্ষু। ধর্মদেশক ছিলেন প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির, জ্ঞানবংশ মহাথের, জ্যোতিনন্দ ভিক্ষু, সুগতবংশ থের, চন্দ্রবোধি ভিক্ষু, প্রজ্ঞামিত্র ভিক্ষু প্রমুখ। বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রঞ্জন বড়ুয়া, টিপু কুমার বড়ুয়া, রাজেন তালুকদার শিবলু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বিষপানে গৃহবধূর মৃত্যু
পরবর্তী নিবন্ধদমন নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না : শাহাদাত