মহান স্বাধীনতা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন

আলোচনা সভায় বক্তারা

| মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৬:৪৫ পূর্বাহ্ণ

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গত ২৬ মার্চ নগরীর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাখাওয়াত উল্লাহ, ডা. শেখ ফজলে রাব্বিসহ চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাখাওয়াত উল্ল্যাহর সভাপতিত্বে ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নুরুল করিম, ডা. আবদুর রব, ডা. সঞ্জয় প্রসাদ দেব, ডা. মোহাম্মদ নুরুল হায়দার, ডা. মোহাম্মদ জাবেদ। স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সুমন বড়ুয়া। বক্তারা বাঙ্গালির মুক্তি সংগ্রামের ইতিহাসের কথা তুলে কথা ধরেন ।

যুবলীগ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুবলীগের উদ্যোগে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু। উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, অধ্যাপক আসলাম হোসেন, কাজী আলতাফ হোসেন, দেবাশীস নাথ দেবু, মো. ইউনুছ, নাজমুল হাসান, জাবেদ, হাবিবুর রহমান রিপন, শাখাওয়াত হোসেন স্বপন, আবু বক্কর চৌধুরী, সাইফুর রহমান রাজু, আলমগীর আলো, জিয়া উদ্দিন লাভলু, ইমাম উদ্দিন বাহাদুর, আবু তৈয়ব প্রমুখ।
৩১নং আলকরণ ওয়ার্ড : ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দোভাষী কলোনী মাঠে গত ২৬ মার্চ অনুষ্ঠিত হয়। আব্দুল মোতালেব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী। আমির আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাহবুবুল হক সুমন, শওকত হোসাইন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, কাউন্সিলর নীলু নাগ, মো. ইসহাক, শফিউল আজম, স্বপন ভট্টাচার্য্য, নুরুল কবির, শওকত ওসমান মুন্না, ডা. সজীব তালুকদার, মোরশেদুর রহমান, আব্দুল হাবীব বাপ্পী।

উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয় : উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও স্টুডেন্টস ডে উপলক্ষে গত ২৬ মার্চ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নুর খান। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মু. নুরুল আলম। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা সাঈদ সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলম, বেদার উদ্দিন সিদ্দিকী, আবু তাহের, মুজিবুর দৌল্লা চৌধুরী, মোহাম্মদ ফৌজুল আলিম চৌধুরী, নাছিমা আক্তার, আজাদুর রহমান, আব্দুল মান্নান, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক প্রমুখ।
ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় : ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন মোড়লের সভাপতিত্বে ও সেবিকা মুখার্জী পরিচালনায় ২৬ মার্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চিকনদন্ডী ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চু। বক্তব্য রাখেন আলী নাসের চৌধুরী, এস.এম মোরশেদ আলম চৌধুরী, এম. জাহাঙ্গীর আলম, মো. ইউনুছ, কাজী শওকত আকবর, জিয়া আমানত নয়ন, মো. আবুলাইছ, আবু তাহের, জয়নুল আলম, মো. শোয়েব, শওকতের রহমান মামুন, শিখা রানী দেবী, সাজিয়া আফরিন কুহেলীর প্রমুখ।

নাজিরহাট কলেজ : নাজিরহাট কলেজে আলোচনা সভা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মাহমুদ সালাহ্‌উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিচ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এন এম ইশতিয়াক চৌধুরী, ডা. পিম্পল বড়ুয়া ও কলেজ গভর্নিং বডির সদস্য মো. শাহজাহান খান। বক্তব্য রাখেন অধ্যাপক মো. মহিউদ্দীন, শিরিন আকতার, কলেজ ছাত্র ইরফানুল ইসলাম প্রমুখ। পরে অধ্যাপক সৈয়দ মো. জিয়াউল হকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক ডিসপ্লে হয়। অন্য আয়োজনে ছিলেন অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন ও অধ্যাপক রোজী মজুমদার।

খন্দকিয়া এস.আর.এস ইয়ুথ ক্লাব : হাটহাজারী উপজেলার খন্দকিয়া গ্রামের এস.আর.এস ইয়ুথ ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া। উদ্বোধক ছিলেন ১২নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান জামান বাচ্চু। প্রধান বক্তা ছিলেন পারভেজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এ মোস্তফা আরজু মাষ্টার, মাসুদুজ্জামান সোহেল, সালেহ জহুর কায়ছার, জাহাঙ্গীর আলম। সংবর্ধিত অতিথি ছিলেন তোফায়েল আহমেদ, শামসুল করিম, ইকবাল হোসেন জুয়েল। মুরশেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল হাসান, মোহাম্মদ মিনহাজ উদ্দীন, বাহাদুর আলম, আইয়ুব পারভেজ, মুরশেদুল আলম, নাজিম উদ্দিন প্রমুখ।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মাজেদের নেতৃত্বে কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দের অংশগ্রহণে চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাই স্কুল প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

৪১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৪১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা শনিবার চৌধুরী পাড়া শেখ রাসেল স্মৃতি সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ৪১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা আকতারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সপ্না বেগমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পতেঙ্গা থানা শ্রমিক লীগের সভাপতি মো. আলী। বক্তব্য রাখেন রোজী আকতার, ফাতেমা বেগম, শিউলি আকতার, নাছিমা আকতার, রিনা আকতার, কোহিনুর বেগম, আনিকা আকতার।
পাহাড়তলী হেলাল স্মৃতি সংসদ : স্বাধীনতা দিবস উপলক্ষে পাহাড়তলী শহীদ হেলাল স্মৃতি সংসদের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংসদের সভাপতি মুজিবুর রহমান মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ হোসেনর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আবুল হাশেম শাহ, কাজী কায়সার উদ্দিন, রাজেশ বড়ুয়া।
নগর যুবলীগ : চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আনন্দ র‌্যালি অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্‌বায়ক মহিউদ্দিন বাচ্চু। র‌্যালিটি বিকাল ৪টায় নগরীর সিটি গেইট চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অলংকার মোড় সংলগ্ন পথসভার মাধ্যমে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, অধ্যাপক আসলাম হোসেন, কাজী আলতাব হোসেন, দেবাশীস নাথ দেবু, মো. ইউনুছ, নাজমুল হাসান, জাবেদ, হাবিবুর রহমান রিপন, শাখাওয়াত হোসেন স্বপন, আবু বক্কর চৌধুরী, সাইফুর রহমান রাজু, আলমগীর আলো, জিয়া উদ্দিন লাভলু, ইমাম উদ্দিন বাহাদুর, আবু তৈয়ব প্রমুখ।
সিটিবি ইন্টারন্যাশনাল স্কুল : সিটিবি ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৬ মার্চ নগরীর ফিরিঙ্গী বাজারস্থ স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ জেচিন্তা ডায়েসের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর রিনিক পাল মুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশব্দকথনের পাঁচটি বইয়ের প্রকাশনা উৎসব
পরবর্তী নিবন্ধপিটুপির সপ্তাহব্যাপী মেগা হোম ম্যাটেরিয়াল এক্সপো উদ্বোধন