পাহাড়তলী থানা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা শুধু স্বাধীনতাই পাইনি, পেয়েছি জাতি হিসেবে মর্যাদা ও উন্নয়নের অগ্রযাত্রা। স্বাধীনতা অর্জন করতে পেরেছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। গতকাল বুধবার অলংকার মোড় চত্বরে থানা আওয়ামীলীগের সভাপতি নুরুল আবছার মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ মাসুমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা শফর আলী,সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের । বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আসলাম হোসেন, অহিদুল আমিন, মো. আনোয়ার হোসেন, কামাল উদ্দিন মাষ্টার, আবদুল মান্নান, আবদুল হালিম, কাউন্সিলর নুরুল আমিন, কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাঈল, সরোয়ার মোর্শেদ কচি, হাবিবুর রহমান, আসলাম সওদাগর, লায়ন এম শওকত আলী, মো. হারুণ, আলি আফসার, সেকান্দর মিয়া, আবদুল মান্নান মনা, এমরান আলি রাজু, আবদুল ওয়াজেদ খান, সাজ্জাদ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।








