অন্তর্ভুক্তিমুলক সমাজ বিনির্মাণে ১০ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা ও বিজয়ের কথা মালার আয়োজন করা হয়েছে। ’৫২ ভাষা আন্দোলন, ’৬৯এর গণ অভ্যুত্থান, ’৭১ এর মুক্তিযুদ্ধ, ’৯০ এর গণ অভ্যুত্থান ও ২৪ এর গণ অভ্যুত্থানের মূল্যবোধকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজন করতে যাচ্ছে মহান বিজয় মেলা।
বিজয় মেলাকে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয় মেলা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বাস্তব সম্মত বিজয়ের উল্লাসে পরিণত করার প্রত্যয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যেন সম্মানিত করার বিষয়ে জোর দেয়া হয়। বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ নিশ্চিতে সিদ্ধান্ত নেয়া হয়। কোনো ধরনের বিশৃংখলা যেন কেউ করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান, বিজয়মেলা উদযাপন কমিটির সদস্য সচিব আহমেদ নিয়াজ, বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজল বারিক, নুরুল আফছার মজুমদার স্বপন, হাসান মারুফ রুমি, ফারহানুর রহমান, এনডিসি, সহকারী কমিশনার শাহীদ ইশরাক, জেলা সহকারী পুলিশ সুপার মনীষ দাশ।
বিজয়মেলা পরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন শিরিন, মুহাম্মদ জামাল উদ্দিন, আসমা আকতার, মানিক হোসাইন, কাজি মাজহারুল হক, কমল বড়ুয়া, রিয়াদ বিন মাহবুব, মোঃ ওমর ফারুক সাগর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।