চট্টগ্রামের বাঁশখালীতে ছনুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে ছনুয়া কাদেরী উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছনুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান মাষ্টার লোকমান আহমেদ, বাঁশখালী উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল কাদের চৌধুরী, চটগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক ক্রীডা বিষয়ক সম্পাদক এডভোকেট শওকত ওসমান।
যুবদল নেতা মঞ্জুর আলম ও ছাত্রদল নেতা আতিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় এসময় আরও উপস্থিত ছিলেন- ছনুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তোফাইল আহমেদ, দক্ষিণ জেলা স্বেচ্চাসেবকদলের যুগ্ম আহবায়ক প্রকৌশলী সঞ্জয় চক্রবতী মানিক, বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর, যুগ্ন আহবায়ক ফরহাদুল ইসলাম, বাঁশখালী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ছনুয়া ইউনিয়ন বিএনপির ফজল কাদের, বাঁশখালী লিগাল এইড কমিটির সদস্য সচিব এডভোকেট মাহমুদুল ইসলাম, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেফাজ উদ্দিন চৌধুরী, সদস্য সচিব দিদারুল ইসলাম, বাঁশখালী উপজেলা যুবদল নেতা রিদুয়ানুল সিকদার, উপজেলা যুবদল নেতা জোনাইদ সিকদার, মামুনর রশিদ, মীর হামিদ সিকদার, আব্দুল হাকিম, মোহাম্মদ শাহেদ, হারুনুর রশিদ, মো বাবর, যুবদল নেতা জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের মোঃ হোসাইন, মো সাহেদ, নাঈম উদ্দিন, ফারুক আজম, আফতাব কাদের চৌধুরী, শমশু আলম, আতিকুর রহমান,নুরুন্নবী, কাইছার, রায়হান প্রমূখ।