মহান বিজয় দিবস উপলক্ষে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভা

| বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৫:০৩ অপরাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম আয়োজিত গল্পে গল্পে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, মুক্তিযুদ্ধকালীন হাটহাজারী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেছেন, শোষিত-বঞ্চিত গণমানুষের অধিকার ও ন্যায় শাসন নিশ্চিত করার স্বপ্নকে ধারণ করে ছাত্র জীবনেই আমাদের রক্তে দ্রোহের আগুন সৃষ্টি হয়।

জীবন ক্ষয় যাবে, রক্তস্নাত হবে তবুও ক্ষান্ত ছিলাম না স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিজয়ে রনাঙ্গনে জীবনবাজি রেখে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতাকে ছিনিয়ে আনা হয়। সে দিন মহান মুক্তিযুদ্ধের হাতিয়ারের পাশাপাশি সাংবাদিক সহকর্মীদের ক্যামেরা অবিস্মরণীয় ভূমিকা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল। তাই সাংবাদিক সহকর্মীরাও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ।

তিনি আরো বলেন, একাত্তরে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের জন্য। সেই চেতনা ও স্বপ্ন শক্তি নিয়েই দে‌শের ছাত্র-জনতা জুলাই-আগস্টে বৈষম্যহীন দেশ ও সমাজ প্রতিষ্ঠার বিপ্লব সাধন করেছে। তারই ধারাবাহিকতায় আমাদেরকে প্রত্যেকের অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে।

এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী।

গতকাল (২৫ ডিসেম্বর ২০২৪) বুধবার সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু।

এ সময় উপস্থিত ছিলেন, ১ নং দক্ষিন পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম রাশেদ, সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলী, আহসান হাবীব মাসুম, টিসিজেএ অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য মোঃ নুর হাসিব ইফরাজ ও মোঃ সাইফুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিমান বন্দরে আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে দরজার তালা ভেঙে ১০ ভরি স্বর্ণ লুট