লাখো শহিদের স্মৃতির চিহ্ন
স্মৃতিসৌধের টানে
বারবার যাই শ্রদ্ধা জানাতে
থাকি আমি যেই খানে।
প্রিয় স্বাধীনতা দিবসের ভোরে
আমি যাই ফুল নিয়ে
জানাই আমার আনত শ্রদ্ধা
স্মৃতির অর্ঘ্য দিয়ে।
ডিসেম্বরের ষোলই মহান
বিজয়ের দিনে এলে
স্মৃতিসৌধের টানে ছুটে যাই
যাবতীয় কাজ ফেলে।