মহানবী হযরত মুহাম্মদের (স.) আদর্শ অনুসরণ করতে হবে

বোয়ালখালীতে সেমিনারে বক্তারা

| শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:১৬ পূর্বাহ্ণ

সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত আহমদ মোজতবা মোহাম্মদ মোস্তাফা (দ.) এর ধরায় শুভাগমনের দিন ৫৭০ খ্রিস্টাব্দ ২৯ আগস্ট স্মরণে ১৪৫১তম সৌরবার্ষিকী আবির্ভাব দিবস উপলক্ষে গত ২৯ আগস্ট উদযাপিত হয়েছে মহান নবী দিবস। এ উপলক্ষে মহান নবী দিবস উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় চট্টগ্রাম দরবার শরীফ থেকে এক বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বোয়ালখালীর জামতল হয়ে ঐতিহ্যবাহী চৌধুরীহাটে গিয়ে শেষ হয়। সেখানে একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়।
চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন ও মহান নবী দিবসের উদ্যোক্তা আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহের সভাপতিত্বে ও শাহজাদা সাইফুল আলম নাইডুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আস্তানায়ে নজির ভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত সৈয়দ আকতার কামাল শাহ মাইজভাণ্ডারী, কুমিল্লা রাজাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি ছৈয়দ দলিলুর রহমান রাজাপুরী, চন্দনাইশ হাফেজ নগর দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ ফরিদুল আনোয়ার হাফেজ নগরী মাইজভান্ডারী, নজু ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা ইরফান আহমেদ মাইজভাণ্ডারী, জাতীয় বৌদ্ধ নেতা প্রণব রাজ বড়ুয়া, মহান নবী দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান শাহাজাদা ডা. ছৈয়দ আরেফ হোছাইন, কো-চেয়ারম্যান শাহজাদা ছৈয়দ বশির আহমেদ মনি সহ দেশবরেণ্য আলেম-ওলামায়ে কেরাম।
সভায় বক্তারা বলেন, অশান্ত বিশ্বে ক্ষমতার দ্বন্দ্ব, সাম্রাজ্যবাদী আগ্রাসন, জাতি-গোত্রে হানাহানি সব কিছুর মূলোৎপাটন করে বিশ্ব মানবতাকে শান্তির সুশীতল ছায়াতলে আচ্ছাদিত করতে নবী মুহাম্মদ (স.) এর আদর্শ অনুসরণের বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাবনায় আ. লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় স্বেচ্ছাশ্রমে রাস্তার পাশে এক হাজার বৃক্ষরোপণ