হালিশহর রহমানিয়া দরবার শরীফ : পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে ২৬নং ওয়ার্ড মোল্লাপাড়াস্থ হালিশহর রহমানিয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় শাহসুফি আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান নক্শেবন্দি মোজাদ্দেদী (র.) এর মাজার প্রাঙ্গণে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন আল্লামা হাফেজ সৈয়দ মোহাম্মদ ইসহাক নকশেবন্দি মোজাদ্দেদী (ম.জি.আ.)। মাহফিলে বক্তব্য রাখেন- দরবারের সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ আবুল কাশেম, ডা. এস.এম. কামাল উদ্দিন ইউসুফ, বাঁশবাড়িয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন হোসাইনি, চৌধুরী পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. ফরহাদ আমিন আল কাদেরী, শাহাজাদা হাফেজ মাওলানা মোহাম্মদ আহসানুল আমীন রাহাত নক্শেবন্দি মোজাদ্দেদি, ইঞ্জিনিয়ার এস.এম. আমিনুল ইসলাম আসাদ, হাফেজ মোহাম্মদ শরফুল আমিন প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন- রাসুল (সা.) এর প্রেমই ঈমানের পূর্বশর্ত। যা ঈমানদার মুসলমানদের নবী করিম (সাঃ) এর প্রতি ভালোবাসার প্রতীক।
বছির ভান্ডার দরবার : ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম বছির ভান্ডার দরবার শরীফ, আল মইন শামস মঞ্জিলের ব্যবস্থাপনায় গত বুধবার বাদে মাগরিব নগরীর পাহাড়তলীস্থ দক্ষিণ কাট্টলী বছির ভান্ডার দরবার সংলগ্ন ছনু চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মেহমান-এ আলা আন্তর্জাতিক সূফী ঐক্য সংহতির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মাজিআ)। উদ্বোধক ছিলেন আলহাজ্ব মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মুহাম্মদ নিজামুল আলম (রাজু)। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা ঘিলাতলা দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা মুফতি মাওলানা বাকী বিল্লাহ আল-আযহারী। এতে সভাপতিত্ব করেন ১১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব অধ্যাপক মুহাম্মদ ইসমাইল। সার্বিক পরিচালনায় ছিলেন নায়েবে সাজ্জাদানশীল সৈয়দ মিজানুর রহমান আল সানজারী বছির ভান্ডার দরবার শরীফ, মো. সেকান্দর প্রমুখ।
মীরসরাই মকবুল আহম্মদ কল্যাণ পরিষদ : মীরসরাই প্রতিনিধি জানান, মীরসরাইয়ে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে উপজেলার মস্তাননগরে মকবুল আহম্মদ কল্যাণ পরিষদের উদ্যোগে এক মাহফিল গত বুধবার অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার।
অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ হাফেজ আবদুল আলিম রিজভী। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী। মাওলানা নুরুল আমিনের পরিচালনায় বিশেষ ওয়ায়েজিন ছিলেন হাকিম মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা আনোয়র হোসেন ইমন, ব্যবসায়ী সাইদুল হক, নাজিম উদ্দিন ভূঁইয়া। বাকলিয়া কল্পলোক আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি : বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকা (দ্বিতীয় পর্যায়) প্লট মালিক কল্যাণ সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর হারুনুর রশিদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্লট মালিক কল্যাণ সমিতির সভাপতি আবু তাহের চৌধুরী এবং সাধারণ সম্পাদক রফিক উল্লাহ।











