মহানবী (সা.) দুনিয়ায় এসেছিলেন মানবতার চির মুক্তির দূত হয়ে

ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে বক্তারা

| সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গত ৭ অক্টোবর কেন্দ্রের সেমিনার কক্ষে পবিত্র ঈদমিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল প্রকৌশলী সন্তানদের জন্য হামদ, না’ত, ক্বেরাত ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম. . রশীদ এতে সভাপতিত্ব করেন। কেন্দ্রের কাউন্সিল সদস্য প্রকৌশলী শেখ রাব্বি তৌহিদুল ইসলাম, পিইঞ্জ. এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা হাফেজ আহমদুল হক। এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রের ভাইসচেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী ও সিনিয়র প্রকৌশলী মোহাম্মদ রফিক। অনুষ্ঠানে হামদ, না’ত, ক্বেরাত ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ইলহাম আলম, ইয়ারিকা শিফা, আবদুল কাদের শোয়াইব, ফারহিবা হোসাইন, মাইরিন জাইয়ানা, মোঃ মাহির দাইয়ান, ফায়াজ হোসাইন, আরীবা আহমেদ, তাহমিদ তকি ও লুবাবা মুসফিরাত সুহাইনা। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ : প্রতি বছরের মতো এবারো সংযুক্ত আরব আমিরাতের শারজায় নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালন করেছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। শনিবার (৭ অক্টোবর) শারজাহ আল হালওয়ানস্থ আল হুদাবিয়া রেস্টুরেন্টের হল রুমে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলে মুসল্লিরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সদস্য ও মাহফিল বাস্তবায়ন পরিষদের আহবায়ক মোহাম্মদ ফরিদ। সিনিয়র সদস্য এম শাহেদ সারওয়ারের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতা ও দুবাই বিজিনেস কাউন্সিলের সদস্য মুহাম্মদ হাবিব উল্ল্যাহ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন পরিষদের সিনিয়র সদস্য মৌলানা মুহাম্মদ ফজলুল আজিম।

মোহাম্মদ তামিম আল মারুফের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে পবিত্র হামদ ও নাতে রাসূল (দঃ) পেশ করেন মোহাম্মদ হিশাম আল মারুফ। এতে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য রেজাউল আজম চৌধুরী। বক্তব্য দেন, মোহাম্মদ রেজাউল করিম, শাহআমান, জাহেদুল ইসলাম, কাজী সোহেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজ খাঁন, মুজিব উদ্দিন, রেজাউল ইউছুপ লিটন, আজিজ চৌধুরী, নুরুল হুদা, খোরশেদ ও কাজী ওসমান। নাছির উদ্দিন, আব্বাস উদ্দিন, আবুল ফয়েজ মোস্তফা, শাহজাহান, সেলিম উল্ল্যাহ, ফরহাদ, রবিউল, মোহাম্মদ আলম, শাহজাহান সিরাজ, মোরশেদ, আলাউদ্দিন, সুজন, মহিম, আরশাদ, মাহবুব, সাইফুল প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, মানব ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ও বর্বর সময় ছিল জাহেলি যুগ। তখন মানবতার চির মুক্তির দূত হয়ে পৃথিবীতে এলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয়নবী মুহাম্মদ (দঃ)। এতে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মৌলানা মুহাম্মদ ফজলুল আজিম।

বরুমচড়া আব্দুল কাদের জিলানী সুন্নিয়া মাদরাসা : আনোয়ারা বরুমচড়া বড়পীর আব্দুল কাদের জিলানী (রহঃ) সুন্নিয়া মাদরাসা, হেফজখানা ও এতিমখানার ব্যবস্থাপনায় পবিত্র ঈদমিলাদুন্নবী (.) মাহফিল গত শনিবার মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীন আমজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মেহমানে আ’লা হিসেবে উপস্থিত ছিলেন বারখাইন জামেয়া জমহুরিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আব্দুল খালেক শওকী (মাঃজিঃআঃ)। বিশেষ অতিথি হিসেবে ছিলেনআনোয়ারা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি ও মালঘর তৈয়বিয়া মাদ্রাসার সুপার মাওলানা কাজী মাহমুদুল হক নঈমী, মুহাম্মদ শহিদুল্লাহ, মুহাম্মদ হোসাইন সওদাগর, মিজানুর রহমান সেলিম, মাওলানা হাফেজ মনির, মাওলানা দিদারুল ইসলাম, নুরুল আবছার, মুহাম্মদ ইলিয়াছ, আবু বক্কর মিন্টু সহ মাদ্রাসার সকল শিক্ষকশিক্ষিকাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে সরকারি নিয়মে বেতন ও ফি আদায়ের ঘোষণা
পরবর্তী নিবন্ধপাল্টা কর্মসূচি নয়, জনগণের জানমাল রক্ষা করাই আওয়ামী লীগের মূল ব্রত