মহানবী (সা.) ছিলেন বিশ্ব মানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ করুণা ও অনুগ্রহ

বায়তুশ শরফে পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিলে আবদুল হাই নদভী

| বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:২২ পূর্বাহ্ণ

রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (.জি.) বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্ব মানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ করুণা ও অনুগ্রহ। মহানবীর আগমন ছিল সকল সৃষ্টির জন্য রহমত, বরকত ও মহা আনন্দের। তিনি গতকাল মঙ্গলবার বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে নগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ কমপ্লেক্স প্রাঙ্গণে পাঁচদিন ব্যাপী কর্মসূচীর দ্বিতীয় দিবসে এসব কথা বলেন। দ্বিতীয় দিবসে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ছিল রচনা প্রতিযোগিতা, অর্থসহ চল্লিশ হাদিসের মুখস্থ প্রতিযোগিতা, নবীর জীবনালেখ্য নিয়ে উপস্থিত বক্তৃতা, হামদনাত প্রতিযোগিতা। বাদ মাগরিব অনুষ্ঠিত হয় ছোটদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পাখপাখালির আসর’। এতে প্রধান অতিথি ছিলেন আবুল বশর আবু। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) মুহাম্মদ মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য দেন, বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের সেক্রেটারি জেনারেল হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। অন্যান্যের মাঝে উপসি’ত ছিলেন যুগ্মআহবায়ক ও মজলিসুল ওলামা বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নুরী, বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্সমাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ। আজ বুধবার তৃতীয় দিবস বাদ মাগরিব অনুষ্ঠিত হবে শানে মোস্তফা (সা.) মাহফিল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সোনালী ব্যাংকের গ্রাহক সেবা পক্ষ শুরু
পরবর্তী নিবন্ধএনপিএসবি-আইবিএফটি সেবা চালু করল স্ট্যান্ডার্ড ব্যাংক