মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

| বুধবার , ১৫ জুন, ২০২২ at ৯:০৯ পূর্বাহ্ণ

চান্দগাঁও জামেয়া দারুল মা’আরিফ: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতে বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে গতকাল বাদ যোহর চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও জামেয়া দারুল মা’আরিফের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামেয়ার শিক্ষক, ছাত্র ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন।
জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার শিক্ষা পরিচালক শায়খ শহিদুল্লাহ কাউসারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামেয়ার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা নুরুল আলম, ছাত্রাবাস পরিচালক মাওলানা নুরুল আমিন মাদানি, মুফতি মাসুম এহসান, মাওলানা এনামুল হক মাদানী, মাওলানা আফীফ ফুরকান মাদানী, মাওলানা মুহাম্মদ নুর আনোয়ারী, মাওলানা এনামুল হক ছফা মাদানী, মাওলানা মিসবাহ উদ্দিন মাদানি প্রমুখ।
বক্তারা বলেন, সর্বকালের সেরা মানব মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছে। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে অবশ্যই এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে। বক্তারা অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবিও জানান।
আহলে সুন্নাত ওয়াল জামাআত: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাআত ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা ও মোহরা ৫নং ওয়ার্ডের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
কাজী মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মাহমুদ, প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের সদস্য মো. মোবারক। উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দুল বারী, শাহজাদা মোকাররম বারী, শাহজাদা সাইফুল বারী, মাওলানা মো. ইমরান, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ ওসমান গনি। সমাবেশ শেষে মোনাজাত করেন আল্লামা মুফতি রফিকুল ইসলাম। এতে বক্তারা বলেন, মহানবীর (সা.) অবমাননা মুসলিম বিশ্ব সহ্য করবে না। বক্তারা এ ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘চাকতাই এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার আন্তরিক’
পরবর্তী নিবন্ধমেয়রের সাথে নগর বাইশ মহল্লা সর্দার কমিটির মতবিনিময়