ভারতে মহানবী (সা.) কে কটূক্তি করার প্রতিবাদে চলমান ‘চলো মুম্বাই’ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে এবং বাংলাদেশে চলমান ধর্মীয় উস্কানি ও সামপ্রদায়িকতার প্রতিবাদে চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থী এবং সচেতন সমাজের উদ্যোগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় নগরীর চেরাগী পাহাড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের মুখপাত্র চবি শিক্ষার্থী নুজহাত তাবাসসুম বলেন, ভারতে মহানবী (সা.) কে কটূক্তির ঘটনায় একজন মুসলিম হিসেবে তীব্র প্রতিবাদ জানিয়ে আমি ভারতে চলমান চলো মুম্বাই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করছি। ভারতে ইসলাম ধর্ম, রাসূল নিয়ে এরূপ কটূক্তি ও ক্রমাগত মুসলিম নিপীড়ন বিশ্বজুড়ে চলমান সংখ্যালঘু নিপীড়নের চিত্রই তুলে ধরে। বাংলাদেশেও সমপ্রতি সংখ্যালঘু নিপীড়নের ঘটনা ও সামপ্রদায়িক উস্কানিমূলক কর্মকান্ড উল্লেখযোগ্য হারে বেড়েছে আমরা এসব ঘটনার প্রতিবাদ জানাই ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসব ঘটনার বিচার দাবি করে এসব বন্ধে মনোযোগী হতে আহ্বান জানাচ্ছি।