রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেছেন, মহানবী (স.) এর জীবনাদর্শেই মানবতার মুক্তি, সমৃদ্ধি, শান্তি ও স্বস্তি নিহিত রয়েছে। তার একান্ত অনুসারী, দুইজন দৌহিত্র হযরত হাসান ও হোসাইন এর বংশের গৌরব আওলাদে রাসূল গাউছে আযম শায়খ আব্দুল কাদের জিলানী (রহ.) এই আদর্শের মূর্ত প্রতীক। মানুষকে দুই জাহানে মুক্তির দিশা দিতে তিনি যে আদর্শ উপহার দিয়েছেন তা মানবতাকে সত্যের পথে অবিচল থাকতে অনুপ্রাণিত করে।
তিনি বলেন, ত্বরিকায়ে কাদেরীয়ার ইমাম বড়পীর হযরত শায়খ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রাহ.) এমন এক যুগ সন্ধিক্ষণে (৪৭১–৫৬১ হিজরি) আবির্ভূত হন, যখন ভিন্নধর্মী দর্শন মুসলিম শিক্ষা ও চিন্তার জগত বিভ্রান্তির কালো থাবায় নিমজ্জিত ছিল এবং মুসলিম মননে শিরক, কুফর ও বিদআত নিত্য নবরূপে সঞ্চারিত হচ্ছিল, অন্ধবিশ্বাস ও কুসংস্কার মাথাচাড়া দিয়ে উঠেছিল। সেই দুঃসময়ে উম্মতে মুহাম্মদীকে সঠিক পথের দিশা দেবার জন্য তাঁর মত একজন মুজাদ্দিদের, একজন পথ প্রদর্শকের আবির্ভাব হওয়া খুবই জরুরি হয়ে পড়েছিল। তাঁর মাধ্যমেই ইসলাম পূর্বের অবস্থায় ফিরে এসেছিল। এ জন্যই তিনি ‘মুহিউদ্দীন’ তথা দ্বীনের পুনর্জীবনদানকারী উপাধিতে ভূষিত। রাহবারে বায়তুশ শরফ ফিলিস্তিন, লেবাননসহ গোটা মধ্যপ্রাচ্যকে নিয়ে ইহুদি–মার্কিনীদের গভীর ষড়যন্ত্রের নীলনকশা রুখে দিতে মুসলমানদের বড়পীর (রাহ.) এর আদর্শ অনুসরণ পূর্বক ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে তোলার আহবান জানান।
কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী আরো বলেন, আবদুল কাদের জিলানি (রাহ.) যে শিক্ষা প্রদান করেছেন তা হুবহু অনুসরণ করেছেন বায়তুশ শরফের প্রাণ প্রতিষ্ঠাতা কুতুবুল আলম আল্লামা মীর মুহাম্মদ আখতর আল কাদেরী (রাহ.)। তিনি বলেন, শিক্ষা দীক্ষা, চিকিৎসা, সংস্কৃতি ও মানব সেবার অনন্য প্রতিষ্ঠান বায়তুশ শরফ। দেশবাসীর জন্য এই প্রতিষ্ঠান অনেক বড় নিয়ামত।
বায়তুশ শরফ মসজিদের সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক ও আনজুমনে নওজোয়ান কক্সবাজার জেলা সভাপতি শহীদুল ইসলামের যৌথ সঞ্চালনায় মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। স্বাগত বক্তব্য দেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম।
মাহফিলে বিশেষ মেহমান ছিলেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক আজহারী, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার–৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, ইঞ্জিনিয়ার সাহেদ সালাউদ্দিন, এডভোকেট মোহাম্মদ নেজামুল হক। তকরির পেশ করেন বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স–মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মজলিসুল ওলামা বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী, চুনতি হাকিমিয়া কামিল (অনার্স–মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইন, লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আবদুল কাদের নিজামী, অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ ওয়ালি উল্লাহ মুঈন, মাওলানা রিদওয়ানুল হক নিজামী, মাওলানা শরীয়ত উল্লাহ জিহাদি, মাওলানা জিয়াউল হক আনসারী। মাহফিলে দেশ বরেণ্য আলেম ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।