চরণদ্বীপ রজভীয়া ফাযিল মাদ্রাসা : পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এবং চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে জশনে জুলুছ। জুলুছে নেতৃত্ব দেন আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিছ রেজভী। সভাপতিত্ব করেন চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা অধ্যক্ষ মুহাম্মদ শোয়াইব রেজা (মাজিআ)। জুলুসটি চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা ময়দান থেকে সকাল ৮টায় বের হয় এবং বোয়ালখালীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও মাদরাসা ময়দানে ফিরে যায়। পরিশেষে সালাতুসালাম, মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে জুলুসের সমাপ্তি হয়। সবশেষে জুলুছে অংশগ্রহণকারীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।
পটিয়া আমির ভাণ্ডার : পটিয়ার আমির ভাণ্ডার দরবার শরীফে ১৮তম ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে সালাওয়াতে রাসুল মাহফিলের সমাপনী দিবস গত বৃহস্পতিবার দরবারের শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। শায়ের মুহাম্মদ মেহরাজ রেজা কাদেরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক শানে গাউসুল আজম মাইজভাণ্ডারী ফোরামের সেক্রেটারি জেনারেল আল্লামা সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার আমির ভাণ্ডারী (ম.)। কুরআনুল করীমের খতম আদায় করে মিলাদ কিয়াম শেষে মরহুম আব্দুল হামিদের জন্য দোয়া কামনা করে মুনাজাত করেন আল্লামা মুহাম্মদ নুরুল করিম (ম.), দ্বিতীয় অধিবশনে প্রধান অতিথি ছিলেন টিকে গ্রুপের পরিচালক ও সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা মুহাম্মদ খোরশেদুল আলম। উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ মামুন রশিদ আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দিন আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ আমির উদ্দিন আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ আরিফুজ্জমান আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ মঈন উদ্দিন আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ মোনায়েম উজ্জমান আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ দৌলত উজ্জমান আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ আশরাফ উজ্জমান আমিরী। তকরীর পেশ করেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাইফুল্লাহ সুলতানপুরী, আল্লামা শেখ মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, শাহজাদা মাওলানা ফরিদুল আনোয়ার হাফেজনগরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ সালাউদ্দিন ফরহাদাবাদী, প্রধান আকর্ষণ হিসেবে তকরীর পেশ করেন আল্লামা গাজী মাহবুবুল হক নুরে বাংলা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ এরফানুল হক খসরু রেজভী, মুহাম্মদ আবদুল্লাহ রায়হান, মুহাম্মদ জিল্লুর রহমান মারুফ, এম নাছির উদ্দিন, শেখ সাইফুল ইসলাম, মুহাম্মদ জহিরুল হক, মুহাম্মদ আমিনুল হক তালুকদার, মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ আবদুল কুদ্দুস, নুরুল করিম, মুহাম্মদ আমান উল্লাহ আমিরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদের সভাপতি মুহাম্মদ তৌহিদুল আলম।
এফ.এ ইসলামিক মিশন ওয়াকফ কমপ্লেক্সে : ৩১ অক্টোবর এফ.এ ইসলামিক মিশন ওয়াকফ কমপ্লেঙের চেয়ারম্যান আল্লামা সৈয়দ মুহাম্মদ জয়নুল আবেদীনের উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) উদযাপন উপলক্ষ্যে নানুপুর এফ এ ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসায় বাদে আসর থেকে খতমে কুরআন, খতমে গাউসিয়া, কসিদায়ে বোরদা ও খতমে মজমুআয়ে সালাওয়াতে রাসূল (দ:) আদায় শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আলকাদেরী, আল্লামা তৈয়বুল আলম, মাওলানা জসিম উদ্দিন আবেদী, নঈমুল হক নঈমী, ইলিয়াস খান, আব্দুল্লাহ আল মাসুদ, শরিফ উদ্দিন, মোহাম্মদ আনোয়ার উদ্দিন, মাওলানা ফজলুল বারী, মাওলানা ইসমাইল, মাওলানা জিয়াউর রহমান কাদেরী, শাহাদাত হোসাইন প্রমুখ।
নূরীয়া বিষু দরবার শরীফ : পূর্ব নাসিরাবাদ রুবি গেইটস্থ ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী সৈয়্যদুল আইয়াদ সকল ঈদের সরদার পবিত্র ঈদ-এ মিলাদুন্নাবী (দ.) ওষখাইনীর নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন গোলামে আহলে বাইতে রাসুল (দ.) মৌলানা মীর মুহাম্মদ মঈনুদ্দীন নূরী সিদ্দিকী ওষখাইনীর আল কুরাইশী (ম.জি.আ.) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতী কাযী শাহেদুর রহমান হাশেমী (ম.জি.আ.)। আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ড. জাফর উল্লাহ, আল্লামা মুফতি ফরিদুল আলম রেজভী, মাওলানা নুরুল আবছার আলকাদেরী, মাওলানা সেকান্দর হোসেন আলকাদেরী, ড. খলিলুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আবছার উদ্দিন। উপস্থিত ছিলেন মাওলানা রায়হানুল ইসলাম আলকাদেরী, মাওলানা ওয়াহিদুর রহমান আলকাদেরী, মাওলানা জাহিদুল হক তালুকদার, মাওলানা আহমদ হোসাইন জিহাদী, মাওলানা মোজাম্মেল হক আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আবু মুছা কাদেরী, মাওলানা শরফুদ্দিন আকবরী, মাওলানা আমজাদ হোসাইন নূরী, মাওলানা আব্দুর রহমান নূরী, মোহাম্মদ ইয়াছিন আরফাত, মাওলানা গরিব উল্লাহ নূরী, হাফেজ শাহাদাত হোসাইন, মোহাম্মদ ইসমাইল আনসারী প্রমুখ।
আহলা দরবার শরীফ : গত শুক্রবার বোয়ালখালী আহলা দরবার শরীফ প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল উদযাপিত হয়। এতে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল-কোরআন তেলোয়াত, কেরাত, হামদ, নাত, দরুদ, জিকিরে ইলাহী ও মহানবীর (সা.) জীবনী আলোচনা। সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন আহলা দরবার শরীফের শাহজাদা মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন।
গাউসিয়া কমিটি ফকির তকিয়া শাখা : গাউসিয়া কমিটি রাউজান ফকির তকিয়া শাখার পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন কর্মসূচির অংশ হিসাবে মোটর শোভাযাত্রা করা হয়। গত ৩১ অক্টোবর এই শোভাযাত্রা রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ড চারাবটতল বাজার থেকে শুরু হয়ে রাঙ্গামাটি সড়ক পথের গহিরা হালদা ব্রিজ পর্যন্ত চলে। এতে অংশ নেয় শতাধিক মোটরবাইকসহ বিভিন্ন ধরণের যানবাহন। মোটর শোভাযাত্রা শেষে এক সমাবেশে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি রাউজান ফকির তকিয়া শাখার সভাপতি সিরাজুল ইসলাম সিদ্দিকী। মো. সৈয়্যদ মিয়া ও সচিব মইনুদ্দিন জামাল চিশতীর যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। উদ্বোধক ছিলেন পৌরসভা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা (উত্তর) শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরী। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু, গাউসিয়া কমিটি রাউজান উপজেলা (উত্তর) শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন জামাল, দাওয়াতে খাইর সম্পাদক মাওলানাএম.এ মতিন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত পৌরসভা ৯ নং ওয়ার্ড শাখার সভাপতি জালাল উদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র : পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে অসহায়দের মাঝে খাবার বিতরণের মাঝে গতকাল নগরীর ছয়টি স্থান বহদ্দারহাট, মুরাদপুর, খতিবের হাট, চান্দগাঁও থানা, বাদুরতলা রোড, সুন্নিয়া মাদরাসা রোডস্থ অভুক্ত পথশিশু, ছিন্নমূল, অসহায়দের মাঝে তিনশত প্যাকেট রান্না করা উন্নতমানের বিরিয়ানি বিতরণ করেছে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র। এতে প্রধান অতিথি ছিলেন রেজাউল করিম তালুকদার। সভা শেষে নগরীর বিভিন্ন স্থানে তিনশ জন অভুক্তদের মাঝে দিনব্যাপী খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়।
চট্টগ্রাম শিশু একাডেমি : বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামের উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে গত ৩০ অক্টোবর হযরত শাহ আমানত (রঃ) দরগা গেইট সংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানায় শিশুদের দু’গ্রুপে রচনা, হামদ-না‘ত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ মুহাম্মদ আমানুল্লাহ। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে হাফেজ মুহাম্মদ নুরুল আসলাম, মাওলানা ফজলুল কবীরসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে রচনা, হামদ-না‘ত প্রতিযোগিতা বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণসহ উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
হামেদিয়া শাহ্ মজিদিয়া খান্কাহ শরীফ জামে মসজিদ : হামেদিয়া গারাংগিয়া সিলসিলার চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রীয় খানকাহ্ ঘাটফরহাদবেগস্থ হামেদিয়া শাহ্ মজিদিয়া খানকাহ্ শরীফে গত ৩০ অক্টোবর বাদ আছর থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়। খানকাহ্ শরীফের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সাহাবুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন খলিফা পট্টি বায়তুন নূর জামে মসজিদের খতিব শাহ্ ছুফি আলহাজ্ব মৌলানা নুরুল আলম হেলালী (ম.জি.আ.)। বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত আলহাজ্ব মৌলানা হেলাল উদ্দীন চিশতী (ম.জি.আ.), খলিফা পট্টি হামেদিয়া শাহ্ মজিদিয়া খানকাহ্ শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দীন। মাহফিলে বক্তারা বলেন, রাসুলে পাক (দ.) এর শুভ আগমন না হলে, এত সুন্দর দ্বীন ইসলাম আমরা পেতাম না। সকল নবী-রাসুলের সেরা রাসুল হযরত মুহাম্মদ মোস্তফা (দ.)। তেমনি সকল ঈদের সেরা ঈদ হচ্ছে, ঈদে মিলাদুন্নবী (দ.)।
কোতোয়ালী থানা ছাত্রসেনা : বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কোতোয়ালী থানা শাখার উদ্যোগে গত ৩০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে স্বাগত র্যালি অনষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রসেনা কোতোয়ালী থানার সভাপতি হাফেয মুহাম্মদ রাশেদুল ইসলাস। প্রধান অতিথি ছিলেন যুবসেনা মহানগর দক্ষিণ সাধারন সম্পাদক মুহাম্মদ এনামুল হক। উপস্থিত ছিলেন মুহাম্মদ ফরিদুল ইসলাম, রজাউল করিম, আতিকুর রহমান, আমির হোসেন, মাহবুবুর ররহমান বাহার, মঈনুদ্দিন মোর্শেদ, রাসেল আত্তারী, আমির হোসের, মহিউদ্দিন সায়েম, সাজ্জাদুর রহমান, রায়হান উদ্দিন ফাহিম, আসিফুর রহমান, নাঈমু্ল হক, মিরাত হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।