মহররমের তাৎপর্য ও আহলে বায়তের জীবনাদর্শ নিয়ে উত্তর কাট্টলীস্থ এইচ এম ভবন চত্বরে গতকাল দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে আহলে বায়তের স্মরণে খতমে কুরআন, দোয়া ও শোহাদায়ে কারবালা মাহফিল। আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হযরত খাজা কালুশাহ (র.) সুন্নিয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম আজাদ আমিরী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার আরবি প্রভাষক ও মসজিদে তৈয়বিয়ার খতিব মাওলানা সৈয়দ ইউনুছ রজবী, তাহের মনজুর সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফরিদুল আলম, মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান, মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক, মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ আবু তাহের, মাওলান মুহাম্মদ জিয়াউল হক, মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম নুরী, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা মোশাররফ হোসাইন, পেশে ইমাম মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবীর (সা.) প্রতি ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব। এ-সময় আরো উপস্থিত ছিলেন, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।