মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করলে বিশ্বে সংঘাত নিরসন সম্ভব

চসিক ঠিকাদার সমিতির মিলাদ মাহফিলে বক্তারা

| বৃহস্পতিবার , ২৪ নভেম্বর, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পেরেশন ঠিকাদার সমিতির উদ্যোগে গতকাল বুধবার সকালে নগরীর একটি কমিটিউনিটি সেন্টারে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বের জন্য রহমত স্বরূপ। দুনিয়ায় তাঁর আগমন ঘটেছিল আলোকোজ্জ্বল প্রদীপ স্বরূপ। ধর্মীয় ও পার্থিব জীবনে রাসূলের শিক্ষা মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর আদর্শ নিয়ে চললেই সমাজে কোন হানাহানি থাকবে না। হযরত মুহাম্মদ (সা.) তৎকালীন আরব সমাজে অন্যায়, অবিচার, অসত্য ও অন্ধকারের বিপরীতে মানুষকে আলোর পথ দেখিয়ে প্রতিষ্ঠা করেন সত্য, সুন্দর ও ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা। তাঁর আদর্শ অনুসরণ করলে বিশ্বে জাতিগত সংঘাত-সংঘর্ষ নিরসন সম্ভব।

মাহফিলে উপস্থিত ছিলেন-সভাপতি সৈয়দ মাহমুদুল হক, সহ-সভাপতি শামসুল আলম, আবুল কালাম, আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আবু ফরহাদ সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, রেজাউল করিম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক নেছার আহমেদ, অর্থ সম্পাদক শাহ সেলিম খালেদ, প্রচার সম্পাদক আশহাব রসূল জাহেদ, দপ্তর সম্পাদক এ কে এম বখতিয়ার, ক্রীড়া সম্পাদক মো. ফরিদ উদ্দিন ফরহাদ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আতিকুল্লাহ, সদস্য এস এম তৌহিদুল হক, সাজ্জাদ হোসেন, ইফতেখার হোসেন বাবু, মোহাম্মদ নাসির তালুকদার, মোহাম্মদ আমির উদ্দিন, মো. ইসমাইল, মোহাম্মদ হান্নান, মো. বেলাল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপহরণ নাকি আত্মগোপনে!
পরবর্তী নিবন্ধদণ্ডপ্রাপ্ত আসামি কারাগার থেকে আর আদালতে নয়, সিদ্ধান্ত আসছে