মহানবীর (দ) শুভাগমন জগৎবাসীর জন্য আল্লাহপাকের সেরা অনুগ্রহস্বরূপ

সৈয়দবাড়ি দরবারে প্রস্তুতি সভায় আল্লামা মছিহুদ্দৌলা

| শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:০৩ পূর্বাহ্ণ

ফটিকছড়ি তেলপারইস্থ সৈয়দবাড়ি দরবার শরিফের উদ্যোগে আগামী ১৫ সেপ্টেম্বর রবিবার জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী () মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় পীরে কামেল আল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ) মাজার শরিফ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই জুলুসে নেতৃত্ব দেবেন সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশিন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। এ উপলক্ষে গাউসিয়া সমিতি বাংলাদেশের উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল বৃহস্পতিবার দরবার শরিফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। তিনি বলেন, মহানবীর () শুভাগমন জগৎবাসীর জন্য আল্লাহ পাকের সেরা অনুগ্রহস্বরূপ। তাই, এ উপলক্ষে খুশি উদযাপন করা উত্তম ইবাদত হিসেবে গণ্য। সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া। আলোচনায় অংশ নেন, দরবারের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা, মুহাম্মদ নুরুল হাকিম, মুহাম্মদ সেলিম উদ্দিন, মুহাম্মদ আব্দুল কাদের, মুহাম্মদ নাছির, মুহাম্মদ শাহজালাল, আনোয়ার সওদাগর, আবুল হাশেম, সৈয়দ মাহমুদ হোসাইন, হাফেজ মাওলানা শামসুল আলম প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)

পূর্ববর্তী নিবন্ধআজ দি সিনিয়র সিটিজেন সোসাইটির সভা
পরবর্তী নিবন্ধবন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ